প্রাক্তন স্ত্রী
নাসিক প্যানেল মেয়রের ‘প্রাক্তন’ স্ত্রীর আত্মহত্যা
সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ‘প্রাক্তন’ স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে শহরের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া নিঝু ওই ওয়ার্ডের শাহ্জালাল বাদলের প্রথম স্ত্রী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, কাউন্সিলর বাদল দ্বিতীয় বিয়ের পর তাকে ছেড়ে চলে যাওয়ায়, বালুর মাঠের বহুতল ভবনটিতে সাদিয়া তার মায়ের সঙ্গে থাকতেন। ওই ভবনের তৃতীয় তলায় তার মায়ের মালিকানাধীন ‘নিঝু বিউটি পার্লার’ অবস্থিত। সাততলা ভবনের ছাদের পিছনের অংশে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন নিঝু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ্জালাল বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন: মতলবে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!
উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিকদের ডেকে কাউন্সিলর বাদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিঝু। তার অভিযোগ ছিল প্রথম স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করে দ্বিতীয় বিয়ে করেছেন কাউন্সিলর বাদল।
নিঝু আরও অভিযোগ করেন, ২০০৭ সালে তাদের বিয়ে হয়। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমে একটি সন্তানও জন্ম হয় তাদের। সম্প্রতি তাকে না জানিয়ে বাদল দ্বিতীয় বিয়ে করেছে।
মেয়র কাউন্সিলর শাহ্জালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনের ভাতিজা। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়কও ছিলেন বাদল।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ
১ বছর আগে
মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে প্রাক্তন স্ত্রীসহ নিহত ৬: শেরিফ
উত্তর মিসিসিপির একটি ক্ষুদ্র গ্রামীণ সম্প্রদায়ের একাধিক স্থানে শুক্রবার এক বন্দুকধারী তার প্রাক্তন স্ত্রী ও সৎ বাবাসহ ছয়জনকে হত্যা করেছে। শেরিফ বলেছেন যে কী কারণে এই মর্মান্তিক তাণ্ডব চালানো হয়েছে তার সূত্র খুঁজছেন তদন্তকারীরা।
টেট কাউন্টি শেরিফ ব্র্যাড ল্যান্স বলেন, একটি শটগান ও দুটি হ্যান্ডগান নিয়ে ৫২ বছর বয়সী রিচার্ড ডেল ক্রাম সকাল ১১টার দিকে গুলি চালায় এবং এতে টেনেসি স্টেট লাইনের কাছে আরকাবুতলায় একটি সুবিধাজনক দোকানের বাইরে পার্ক করা একটি পিকআপ ট্রাকের চালকের আসনে থাকা এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
আরও পড়ুন: টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৩
ডেপুটিরা অপরাধস্থলে কাজ করছিলেন, সে অবস্থায় দ্বিতীয় ৯১১-এ কল করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয় যে কয়েক মাইল দূরে আরেকটি গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি বাড়িতে পৌঁছানোর পরে তারা এক নারীকে দেখতে পান। তাকে শেরিফ ক্রামের প্রাক্তন স্ত্রী হিসেবে চিহ্নিত করেন। তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার বর্তমান স্বামীকে আহত অবস্থায় পাওয়া যায়।
ল্যান্স বলেছিলেন যে ডেপুটিরা ক্রামকে তার নিজের বাড়ির বাইরে ধরতে সক্ষম এবং গ্রেপ্তার করা হয়। বাড়ির পেছনে তারা গুলিবিদ্ধ অবস্থায় দু'জন সহকারীকে দেখতে পান - একজন রাস্তায়, অন্যজন একটি এসইউভি গাড়িতে। পাশের একটি বাড়ির ভেতরে তারা ক্রামের সৎ বাবা ও তার সৎ বাবার বোনের মৃতদেহ খুঁজে পায়।
আরও পড়ুন: জেরুজালেমের সিনাগগে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে নিহত ৭
১ বছর আগে
ঝিনাইদহে প্রাক্তন স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রাক্তন স্ত্রীকে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহম্মেদ এ আদেশ দেন।
নিহত লিপা খাতুন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বৃত্তিরপোল গ্রামের ফজলু মণ্ডলের মেয়ে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নানিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
দণ্ডিত ঠান্ডু মণ্ডল একই গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় লিপা খাতুনকে মুখে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করে তার প্রাক্তন স্বামী ঠান্ডু মণ্ডুল। এ ঘটনায় ঠান্ডুকে প্রধান আসামি করে হরিণাকুণ্ডু থানায় তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে মামলা করেন লিপার বাবা ফজলু মণ্ডল।
তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ নভেম্বর তিন জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার প্রধান আসামি ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক। মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
আরও পড়ুন: কটিয়াদীতে সাবেক ইউপি সদস্য হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
কক্সবাজারে হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের যাবজ্জীবন
১ বছর আগে