সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ‘প্রাক্তন’ স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে শহরের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া নিঝু ওই ওয়ার্ডের শাহ্জালাল বাদলের প্রথম স্ত্রী।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, কাউন্সিলর বাদল দ্বিতীয় বিয়ের পর তাকে ছেড়ে চলে যাওয়ায়, বালুর মাঠের বহুতল ভবনটিতে সাদিয়া তার মায়ের সঙ্গে থাকতেন। ওই ভবনের তৃতীয় তলায় তার মায়ের মালিকানাধীন ‘নিঝু বিউটি পার্লার’ অবস্থিত। সাততলা ভবনের ছাদের পিছনের অংশে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন নিঝু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কথা বলতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ্জালাল বাদলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
আরও পড়ুন: মতলবে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা!
উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি নিজ বাসায় সাংবাদিকদের ডেকে কাউন্সিলর বাদলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নিঝু। তার অভিযোগ ছিল প্রথম স্ত্রীকে তার অধিকার থেকে বঞ্চিত করে দ্বিতীয় বিয়ে করেছেন কাউন্সিলর বাদল।
নিঝু আরও অভিযোগ করেন, ২০০৭ সালে তাদের বিয়ে হয়। আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমে একটি সন্তানও জন্ম হয় তাদের। সম্প্রতি তাকে না জানিয়ে বাদল দ্বিতীয় বিয়ে করেছে।
মেয়র কাউন্সিলর শাহ্জালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নুর হোসেনের ভাতিজা। সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়কও ছিলেন বাদল।
আরও পড়ুন: কোম্পানীগঞ্জে ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ