পাট উৎপাদন
ভালো পাট উৎপাদনের বাধা অচিরেই দূর করা হবে: পাটমন্ত্রী
ভালো পাট উৎপাদনে যেসব বাধা রয়েছে সেসব অচিরেই দূর করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
শনিবার (১ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: পাটজাত পণ্য রপ্তানি আয় দ্বিগুণ করতে চাই: বস্ত্র ও পাটমন্ত্রী
পাটমন্ত্রী বলেন, ভালো পাট উৎপাদনের পাশাপাশি এই খাতকে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে মুক্ত করতে হবে। এজন্য কৃষক, জুটমিল মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, চাষীদের এমন যৌক্তিকতা বিবেচনায় পাটচাষীদের আগ্রহী করতে পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। সেইসঙ্গে ফিরিয়ে আনা হবে পাটপণ্যের সুদিন।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে সভায় আরও ছিলেন- নরসিংদী সদর আসনের সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, সংরক্ষিত নারী আসনের সদস্য এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১ জুন থেকে ৩ জুন তিনদিনব্যাপী চলবে বহুমুখী পাটপণ্য মেলা।
দিনব্যাপী সফরে নরসিংদীর পৌর পার্কে তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন পাটমন্ত্রী।
এছাড়াও বাংলাদেশ জুটমিল, মদিনা জুটমিলসহ বিজেএমসির নিয়ন্ত্রণাধীন কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি।
আরও পড়ুন: সোনালী ব্যাগের জন্য প্লাস্টিক ব্যবসায়ীরা বড় বাধা হলেও আমরা জয়ী হব: পাটমন্ত্রী নানক
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর শারীরিক অবস্থার উন্নতি
৫ মাস আগে
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে কাজ করবে এফবিসিসিআই: মাহবুবুল আলম
পাটের সোনালি অতীত ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার বেলা ১১টায় এফবিসিসিআইয়ের গুলশান কার্যালয়ে পাট শিল্পে বিরাজমান সমস্যা সমাধানে করণীয় নির্ধারণ বিষয়ক এই মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম।
তিনি বলেন, পাট আমাদের সোনালি ঐতিহ্য। এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে আমাদের নিজস্বতা ও গৌরবের ইতিহাস। এ শিল্পের সমস্যাগুলোর সমাধান করে সোনালি অতীত ফিরিয়ে আনতে এই খাতের উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এফবিসিসিআই সভাপতি বলেন, এই শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। কীভাবে পাটজাত পণ্য রপ্তানি ও উৎপাদন বাড়ানো যায় সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। পাটজাত পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বিশ্বে নতুন বাজার সৃষ্টি ও রপ্তানি বৃদ্ধি করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেবে এফবিসিসিআই।
আরও পড়ুন: চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১১.৪৭%
মতবিনিময় সভায় পাটজাত শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন ও এই খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় তারা পাট শিল্পের বিরাজমান সমস্যা সমাধানে কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য হলো: কাঁচাপাটের উপর ২ শতাংশ উৎসে কর রহিত করতে হবে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ শতভাগ বাস্তবায়ন ও পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। পাটজাত পণ্যকে কৃষিজাতপণ্য হিসেবে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া পাটশিল্পকে রক্ষার জন্য ইডিএফের মতো পাট খাতের উন্নয়ন তহবিল (জেএসডিএফ) গঠনসহ বেশ কিছু সুপারিশ তুলেন ধরেন তারা।
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক মো. আবুল হোসেন বলেন, পাট শিল্পকে রক্ষায় জেএসডিএফ গঠন করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। পাটশিল্পে স্বল্পসুদে ঋণ দেওয়া হলে মিল মালিকরা চিরাচরিত পাটপণ্যের সঙ্গে বহুমুখী পাটপণ্য উৎপাদনে উদ্বুদ্ধ হবে এবং স্বল্প মূল্যে দেশে ও বিদেশের বাজারে পাটপণ্য ও বহুমুখী পাটপণ্য রপ্তানি বাড়াতে সচেষ্ট হবে ।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের বর্তমান পরিচালক মো. হাবিব উল্লাহ ডন, পরিচালক আজিজুল হক, মো. নিয়াজ আলী চিশতি, ফখরুস সালেহীন নাহিয়ানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জানুয়ারি-আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২১ দশমিক ৭৭ শতাংশ: ওটেক্সা
আরএমজি শিল্পে ন্যূনতম ১৭ হাজার ৫৬৮ টাকা মজুরির সুপারিশ সিপিডির
১ বছর আগে
পাটের উৎপাদন বাড়াতে ৪ লাখ চাষীকে ৮ কোটি টাকার প্রণোদনা দিবে সরকার
সারাদেশে পাটের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা হিসেবে আট কোটি ১০ লাখ টাকা দেয়া শুরু করেছে সরকার।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট চার লাখ কৃষক বীজ পাবেন।
এতে একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি পাট বীজ বিনামূল্যে পাচ্ছেন।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেটের আওতায় কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঠ পর্যায়ে এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে।
আরও পড়ুন: সার ও বীজের দাম বাড়বে না: কৃষিমন্ত্রী
বরগুনায় বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
১ বছর আগে