চঁপাইনবাবগঞ্জ
চঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় সাহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সদর উপজেলার বাগডাঙ্গা পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় সাহা ওই এলাকার রাজিব সাহার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের মধ্যে রাখা পানি গরম করার জগে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। ঘটনাটি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকৎসাধীন অবস্থায় মারা যায় শিশু হৃদয় সাহা।
আরও পড়ুন: চুলায় সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু
২ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ৭ লাখ রুপির সমপরিমাণ জাল নোট জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জে সাত লাখ ১৫ হাজার ভারতীয় রুপির সমপরিমাণ জাল নোট জব্দ এবং জাল নোট চক্রের এক মুল হোতাকে আটকের দাবি করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনাকষা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বজলার রহমান বজু (৫৫) মনাকষা টোকনা এলাকার মৃত জান্নুর রহমানের ছেলে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মনাকষা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সাত লাখ ১৫ হাজার ভারতীয় রুপির সমপরিমাণ জাল নোটসহ বজলার রহমান বজুকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, বজু একজন জাল নোট ব্যবসায়ী। সে ওই এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তুলে প্রধানত মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীদের জাল নোট সরবরাহ করে থাকে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় জাল নোট জব্দ, গ্রেপ্তার ১
কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণে এক পরিবারের ৬ জন দগ্ধ
১ বছর আগে