অনলাইনে পণ্য
মেয়েদের ছবি নিয়ে ব্ল্যাকমেইল, ডেলিভারিম্যান গ্রেপ্তার
অনলাইনে পণ্য অর্ডারকারীর ব্যক্তিগত ছবি, ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের অভিযোগে মো. মিজানুর রহমান ওরফে আল-আমিন (২২) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত উপকমিশনার রেজওয়ান আহমেদ এ তথ্য জানান।
আরও পড়ুন: দিনাজপুরে জামায়াত শিবিরের ৭ নেতাকর্মী আটক
গ্রেপ্তার মিজান জামালপুরের চরগাঁওকোড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
জিএমপির অতিরিক্ত উপকমিশনার রেজোয়ান আহমেদ জানান, অভিযুক্ত মিজান দারাজ অনলাইন শপের ডেলিভারি ম্যান। অনলাইন শপে নারী ও উঠতি বয়সি মেয়েদের পণ্য ডেলিভারির সময় ব্যক্তিগত ছবি, ভিডিও সংগ্রহ করে প্রতারণা, যৌন সম্পর্ক স্থাপন করতে চাপ ও টাকা দাবি করে আসছিলেন মিজান। ভুক্তভোগী এক নারী ও তার পরিবারের এমন অভিযোগের ভিত্তিতে গাজীপুরে সদর থানার রথখোলা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, অনলাইন শপে নারী ও উঠতি বয়সি মেয়েদের পণ্য ভেলিভারি দেয়ার কথা বলে কৌশলে তাদের মোবাইলটি হাতে নিত। তারপর মোবাইলের গ্যালারিতে ঢুকে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ার উইথ পার্টনার হিসাবে ডেলিভারি ম্যান তার ব্যক্তিগত জিমেইল একাউন্ট অ্যাড করে মোবাইলটি ক্রেতাকে ফেরত দিয়ে দিত। পরবর্তীতে ডেলিভারি ম্যান মোবাইলের গুগল ফটোতে ঢুকে শেয়ারকৃত নারী ক্রেতার গুগলে থাকা সব ছবি তার মোবাইলে ডাউনলোড করে নিয়ে নিত। পরে নারীর আপত্তিকর ও গোপন মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাক মেইল করাসহ টাকা দাবি এবং টাকা না দিলে তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল।
গ্রেপ্তার মিজানুরের ফোনে ভুক্তভোগী এমন অনেক নারীর ব্যক্তিগত মুহূর্ত ও আপত্তিকর ছবিসহ বিভিন্ন ব্যক্তির ১১ ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে।
তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নগ্রাফী আইনে মামলা হয়েছে। এছাড়া গ্রেপ্তার মিজান জামালপুরের একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
আরও পড়ুন: বরগুনায় মাদক জব্দ, বরখাস্ত পুলিশ সদস্য আটক
নওগাঁয় ডাকাত দলের ৭ সদস্য আটক
১ বছর আগে