আনিছুর
বিএনপি ভোটে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার: ইসি আনিছুর
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না, সেটি তাদের ব্যাপার।
তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে এটি স্বাভাবিক।
আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইসি তার কথা রাখবে: জাপা
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
এছাড়া, এখনও বিএনপির নির্বাচনে যোগ দেওয়ার সুযোগ থাকার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। যদি তারা আসে তাহলে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে সবাই আসবে এটা স্বাভাবিক।
তিনি আরও বলেন, কোনো আসনকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। প্রত্যেক আসনই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি খারাপ হতে সময় লাগে না। তাই ব্যাপক প্রস্তুতি রাখা হবে।
যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে ভোটের তারিখ পেছানো হবে কিনা- এ প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ইসি মনে করে অংশগ্রহণমূলক নির্বাচনে সবার আসা উচিত।
এসময় উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম, ডিজিএফআইয় কক্সবাজারের কর্নেল জিএস মোরশেদ আহমদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সৈকত শাহীহ, কক্সবাজার এবং বান্দরবানের সহকারী রিটার্নিং কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।
আরও পড়ুন: ফুরিয়ে আসছে ইসিতে মনোনয়নপত্র দাখিলের সময়
কৌশলগত সহযোগিতার জন্য জেবিআইসি’র সঙ্গে জ্বালানি বিভাগের সমঝোতা স্মারক সই
১ বছর আগে
খড় কিনে বাড়ি ফেরা হলো না আনিছুরের
খড় কেনার উদ্দেশ্যে রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন আনিছুর রহমান (৫৮)। ফক্কিনী নদীর ত্রিমোহনী মোড়ে স্টিয়ারিং ভটভটিতে উঠে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর এলাকায় যাচ্ছিলেন। ভটভটিতে উঠার কিছু পরেই পালপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
নিহত আনিছুর রহমান নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের চকবালু পেয়াদাপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি পেশায় একজন খড় ব্যবসায়ী।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ নিহত ৩
মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে খড় কিনে নিজ এলাকায় এনে বিক্রি করতেন।
তাঁর ছেলে গোলাম রাব্বানী সৌদী প্রবাসী ও একমাত্র মেয়ে চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে আনিছুর রহমানকে বহনকারী ভটভটি রাস্তার পাশে স্তুপ করে রাখা কাঠের গুড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি ভটভটি থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে আনিছুর রহমানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১ বছর আগে