ভালোবেসে বিয়ে
লালমনিরহাটে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
লালমনিরহাটের কালিগঞ্জে ভালোবেসে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পপি রানি ওই গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়ের স্ত্রী।
আরও পড়ুন: সোনারগাঁয়ে বাসচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, পাঁচ মাস আগে একই উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়কে ভালোবেসে বিয়ে করেন পাশ্ববর্তী চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের পপি রাণী। বিয়ের পরপরই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী উজ্জ্বল। পপির ভ্যানচালক গরিব বাবা যৌতুকের কিছু টাকা দিলেও আরও টাকা দাবী করেন উজ্জল। দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীর সাঙ্গে প্রায়ই ঝগড়ায় করতো স্বামী।
সম্প্রতি স্থানীয় এক অষ্টপ্রহরের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে কথাকাটিও হয়েছিলো দুজনের। গত সোমবার রাতে স্বামীর বাড়ীর বিছানায় পড়ে থাকা পপির লাশের খবর পায় পুলিশ। খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: উল্লাপাড়ায় নিজের ঘর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
ফরিদপুর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
১ বছর আগে