ঘুমন্ত নারী
ফতুল্লায় ইটখোলায় আগুন, ঘুমন্ত নারী শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ইটভাটায় বসবাসরত শ্রমিকদের ৯০টির মতো ঝুপড়ি ঘর ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় রোকেয়া (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ফেরিঘাটের কাছে এনবিএম ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে দগ্ধ নারীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত রোকেয়ার স্বামী হারুন অর রশিদও এনবিএম ইটভাটার শ্রমিক; তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। এছাড়া এক বছর আগে তাদের বিয়ে হয়েছে বলে জানান সহকর্মীরা।
শ্রমিকরা জানান, রাত ১টার দিকে হঠাৎ একটি ঝুপড়ি ঘরে আগুন লাগে। পরে জেবিসি ইটভাটার ঝুপড়ি ঘরেও সে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই ইটভাটায় প্রায় ৯০টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এনবিএম ইটভাটার ঝুপড়ি ঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: চট্টগ্রামে সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
১ বছর আগে