কুনো জাতীয় উদ্যান
দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে এল আরও ১২টি চিতা
দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা ভারতে এসেছে। শনিবার ভারতীয় বিমান বাহিনীর একটি বিমানে করে চিতাগুলোকে জোহানেসবার্গ থেকে ভারতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এয়ার ফোর্স স্টেশনে আনা হয়। এরপরে চিতাগুলোকে কুনো জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
এর মধ্যে রয়েছে- পাঁচটি মহিলা ও সাতটি পুরুষ চিতা।
আরও পড়ুন:৭০ বছর পর ভারতে ফিরে এসেছে চিতাবাঘ
এর আগে গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। নতুন আসা ১২টি চিতাকে আটটি নামিবিয়ান চিতার সঙ্গে একই অভয়ারণ্যে রাখা হবে।
এর মধ্যদিয়ে ভারতে চিতার সংখ্যা বেড়ে ২০টিতে পৌঁছেছে।
এদিকে ১৯৫২ সালে ভারত থেকে চিতাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
তবে ভারত সরকারের একটি উচ্চাভিলাষী স্থানান্তর প্রকল্প ‘প্রজেক্ট চিতা’-র অধীনে ভারতে চিতা আনা হচ্ছে।
আরও পড়ুন: চাঁদপুরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল
সুন্দরবন থেকে গরু আনতে গিয়ে বাঘের মুখে কৃষক
১ বছর আগে