সংসদীয় প্রতিনিধিদল
জার্মান সংসদীয় প্রতিনিধিদল ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবে
ঢাকাস্থ জার্মান দূতাবাস রবিবার জানিয়েছে, দুই দেশের মধ্যকার ‘দৃঢ় সম্পর্ক জোরদার’ করতে ছয় জার্মান সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবে।
জার্মান-দক্ষিণ এশীয় পার্লামেন্টারি গ্রুপের চেয়ারপার্সন এবং সাবেক জার্মান মন্ত্রী রেনাতে কুনাস্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সফরকালে প্রতিনিধি দলটি বাংলাদেশের আইন প্রণয়ন ও নির্বাহী বিভাগের প্রতিনিধিদের পাশাপাশি সুশীল সমাজ এবং ব্যবসায়ী মহলের বিভিন্ন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন।
আরও পড়ুন: দূতরা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা দেখে অভিভূত: পররাষ্ট্র মন্ত্রণালয়
৫০ বছরের দীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা, রাজনীতি, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, বাণিজ্য, অভিবাসন, উন্নয়ন সহযোগিতা এবং নারীর ক্ষমতায়নসহ পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়ে তারা তাদের বাংলাদেশি সমকক্ষদের সঙ্গে আলোচনা করবেন।
প্রতিনিধি দলে থাকবেন রেনাতে কুনাস্ট, এমপি; ড.আন্দ্রে হ্যান, এমপি; পল লেহরিডার, এমপি; রিয়া শ্রোডার, এমপি; আন্দ্রেয়াস লারেম, এমপি এবং ড. মাল্টে কাউফম্যান, এমপি।
আরও পড়ুন: ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত
রোহিঙ্গা শরণার্থীদের ৭.৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে সুইডেন
১ বছর আগে