৫ জন আটক
খুলনায় অনলাইন বেটিং এর মূলহোতাসহ ৫ জন আটক: র্যাব
খুলনায় অনলাইন বেটিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন চক্রের হোতাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-মো. রাজিব, মো. এনামুল গাজী, মো. মেহেদী হাসান, মো. ইদ্রিস মোল্লা ও মো. মামুন হোসেন।
গণমাধ্যমে পাঠানো র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপসা উপজেলার একটি চক্র দীর্ঘদিন ধরে ওয়ানএক্সবেট, ভেলকি লিভ সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। এ চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।
আরও পড়ুন: নড়াইলের ৮ মাসের শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে বাবা আটক
এরই প্রেক্ষিতে খুলনার র্যাব-৬ এর একটি আভিযানিক দল খুলনা রূপসা থানাধীন পূর্ব রূপসা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন বেটিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনকারী চক্রের হোতাসহ পাঁচজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন বেটিংয়ের কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
উদ্ধার করা মোবাইল ফোন থেকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অনুমোদনহীন বিদেশি অ্যাপস মোবিক্যাশের সাহায্যে ওয়ানএক্সবেটসহ অন্যান্য অবৈধ বেটিং এ আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশিয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২
রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ১
১ বছর আগে
চট্টগ্রামে সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন সনদ তৈরি: ৫ জন আটক
চট্টগ্রামে সার্ভার হ্যাক করে জাল জন্ম নিবন্ধন সনদ তৈরির অভিযোগে তিন হ্যাকারসহ পাঁচজনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। রবিবার সিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে এখনও জানানো হয়নি।
আরও পড়ুন: কক্সবাজারে মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় চট্টগ্রামে স্বামী আটক
সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজন হ্যাকার রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়।
এসব অভিযোগে ইতোমধ্যে নগরীর বিভিন্ন থানায় কয়েকটি মামলা হয়েছে।
হ্যাকার চক্র জন্মনিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ করে পাঁচ হাজারের বেশি জন্মসনদ তৈরি করেছে বলে প্রমাণ মেলে। সনদপ্রতি ৫০০-৮০০ টাকার বিনিময়ে হস্তান্তরও করা হয়েছে।
এর আগে ওই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ)।
আরও পড়ুন: বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার
রংপুরে জোর করে বিয়ে দিতে চাওয়ায় বাবাকে ছুরিকাঘাত, মেয়ে আটক
১ বছর আগে