খুলনায় অনলাইন বেটিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন চক্রের হোতাসহ পাঁচ জনকে আটক করেছে র্যাব-৬ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-মো. রাজিব, মো. এনামুল গাজী, মো. মেহেদী হাসান, মো. ইদ্রিস মোল্লা ও মো. মামুন হোসেন।
গণমাধ্যমে পাঠানো র্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপসা উপজেলার একটি চক্র দীর্ঘদিন ধরে ওয়ানএক্সবেট, ভেলকি লিভ সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। এ চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।
আরও পড়ুন: নড়াইলের ৮ মাসের শিশুকে গাছে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগে বাবা আটক
এরই প্রেক্ষিতে খুলনার র্যাব-৬ এর একটি আভিযানিক দল খুলনা রূপসা থানাধীন পূর্ব রূপসা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন বেটিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনকারী চক্রের হোতাসহ পাঁচজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন বেটিংয়ের কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
উদ্ধার করা মোবাইল ফোন থেকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অনুমোদনহীন বিদেশি অ্যাপস মোবিক্যাশের সাহায্যে ওয়ানএক্সবেটসহ অন্যান্য অবৈধ বেটিং এ আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশিয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।
পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ২০ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২