শাহজাদপুর থানা
সিরাজগঞ্জে বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকসহ ৩ জনের মৃত্যু ও ১ নারী আহত হয়েছে।
রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হল ব্রজবালা লেদুরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৭)। বিদ্যুৎস্পৃষ্টে নিহত হায়দার সরকার শাহজাদপুর পৌর শহরের দ্বাবারিয়া দক্ষিণপাড়া মহল্লার মৃত ইউসুফ আলী সরদারের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, লেদুরপাড়া গ্রামে কৃষকরা জমিতে ধান কাটছিলেন। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচপাম্প ঘরে আশ্রয় নেয়। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তারা ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হোসেনের মৃত্যু হয়। আলম হোসেনের স্ত্রী স্ফুর্তি খাতুন (২৬) কে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩
তিনি আরও জানান, রবিবার বিকাল ৪ টার দিকে নদীর ধারে যাওয়ার সময় পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার সরকার ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
এদিকে বজ্রপাতে নিহতদের প্রত্যেক পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নগদ ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানিয়েছেন।
১৪৩১ দিন আগে
ঈদের আগের দিন সিরাজগঞ্জে সংঘর্ষে বৃদ্ধ নিহত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছে।
১৮০৩ দিন আগে
ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জে এসআই সাময়িক বরখাস্ত
সিরাজগঞ্জে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক টাকা আত্মসাতের অভিযোগে শাহজাদপুর থানার এসআই সামিউলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১৯২৬ দিন আগে