সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে ২ কৃষকসহ ৩ জনের মৃত্যু ও ১ নারী আহত হয়েছে।
রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতরা হল ব্রজবালা লেদুরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহেল রানা (৪২) ও আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৭)। বিদ্যুৎস্পৃষ্টে নিহত হায়দার সরকার শাহজাদপুর পৌর শহরের দ্বাবারিয়া দক্ষিণপাড়া মহল্লার মৃত ইউসুফ আলী সরদারের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটে বজ্রপাতে একজনের মৃত্যু
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, লেদুরপাড়া গ্রামে কৃষকরা জমিতে ধান কাটছিলেন। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচপাম্প ঘরে আশ্রয় নেয়। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তারা ৩ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সোহেল রানা ও আলম হোসেনের মৃত্যু হয়। আলম হোসেনের স্ত্রী স্ফুর্তি খাতুন (২৬) কে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বগুড়ায় মাছ ধরার সময় বজ্রপাতে বাবা-ছেলেসহ নিহত ৩
তিনি আরও জানান, রবিবার বিকাল ৪ টার দিকে নদীর ধারে যাওয়ার সময় পথে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হায়দার সরকার ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু
এদিকে বজ্রপাতে নিহতদের প্রত্যেক পরিবারকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ তহবিল থেকে নগদ ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা জানিয়েছেন।