‘কিশোর গ্যাং’
চাঁপাইনবাবগঞ্জে ‘কিশোর গ্যাং’ এর ৪ সদস্য গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং এর চার সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে চাকু, ক্ষুর ও গাঁজা জব্দ করা হয়েছে। শনিবার র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফজর শেখ (১৯), রাতুল ইসলাম (২০), রায়হান আলী (২৮) ও নাহিদ হোসেন (২৬)। তাদের সকলের বাড়ি পৌর এলাকার কল্যাণপুর ও লাখেরাজপাড়া এলাকায়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলাহাট এলাকায় একটি চাতালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় কোম্পানি উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: হিজাব পরতে মানা ও মহানবীকে কটূক্তির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
জঙ্গি সংগঠন জামাআতুল আনসারের নায়েবে আমির গ্রেপ্তার: সিটিটিসি
১ বছর আগে