বাস ধাক্কা
সিলেটে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
সিলেটের ওসমানীনগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাটে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের মোশাহিদ আলী ওরফে পাখি মিয়ার ছেলে জাহেদ হোসেন (৩৭) ও ধনপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে রেদওয়ান আহমদ (২৬)।
জানা যায়, দুর্ঘটনার পর দু'জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পর জাহেদকে মৃত বলে ঘোষণা করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসঙ্গে আহত তার বন্ধু রেদওয়ানও।
সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জুয়েল দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খনির ছাদ ধসে ৫জন নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে শেরপুরগামী বিরতিহীন একটি লোকাল বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহেদ মিয়া নিহত হন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত রেদওয়ানকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কয়েক ঘন্টা পর রাতে মারা যান রেদওয়ান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র জানান, এ দু’জন মোটরসাইকেলযোগে গোয়ালাবাজার থেকে তাজপুরের দিকে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নেয়া হয়েছে তবে বাস আটক করা যায়নি।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ বছর আগে