এমবাপ্পে
মাদ্রিদ ডার্বির আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি অনুষ্ঠিত হতে আর বাকি চার দিন। এমন সময়ে রিয়াল মাদ্রিদের জন্য এলো দুঃসংবাদ। ম্যাচটির আগে চোটের কারণে ছিটকে গেছেন দলটির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
বুধবার এক বিবৃতিতে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ের উরুতে চোট ধরা পড়েছে এমবাপ্পের। এর চেয়ে বেশি বিস্তারিত জানায়নি ক্লাবটি।
তবে ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ফরোয়ার্ডকে। এই সময়ে তিনি সপ্তাহান্তে আতলেতিকো মাদ্রিদ, এরপর চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লিল এবং লা লিগায় রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে ম্যাচগুলো খেলতে পারবেন না।
গতরাতে আলাভেসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একটি গোল করেন এমবাপ্পে। তবে ম্যাচের পুরোটা সময় খেলতে পারেননি ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার। ৮০তম মিনিটে অস্বস্তি নিয়ে তাকে মাঠ ছাড়তে দেখা যায়। এরপর আজ ক্লাবের পক্ষ থেকে মেডিকেল পরীক্ষায় তার চোট ধরা পড়ল।
আরও পড়ুন: জয়ে আনচেলত্তির ৩০০তম ম্যাচ রাঙাল রিয়াল মাদ্রিদ
পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে দলটিতে মানিয়ে নিতে যথেষ্ট ভুগতে হচ্ছে এমবাপ্পেকে। লা লিগায় শুরুর তিন ম্যাচে কোনো গোল পাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মেলে ধরছেন; পরের চার ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের সঙ্গে বোঝাপড়া বাড়তে শুরু করেছিল তার। এরইমাঝে এলো ছন্দপতন।
আলাভেসের বিপক্ষে জয়ের পর লা লিগায় সব মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ডটি স্পর্শ করতে মাদ্রিদ ডার্বিতে ভালো করার বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচটির আগে এমবাপ্পের ছিটকে যাওয়াটা তাই রিয়ালের জন্য বড় ধাক্কা।
লা লিগায় ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা নিজেদের সপ্তম ম্যাচে গেতাফের বিপক্ষে মাঠে নামছে আজ রাতে।
১ মাস আগে
জয়ে আনচেলত্তির ৩০০তম ম্যাচ রাঙাল রিয়াল মাদ্রিদ
কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ ছিল এটি। তবে মাঠে নেমে দারুণ এক জয়ের মাধ্যমে তাকে গুরুদক্ষিণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
লা লিগায় সপ্তম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে দেপর্তিভো আলাভাসকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ৩-২ গোলের বড় ব্যবধানে জিতেছে আনচেলত্তির শিষ্যরা।
অবশ্য স্কোরলাইন দেখে মনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুদল। তবে পুরো ম্যাচজুড়েই আলাভেসকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। আর শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক দুটি গোল পেয়ে যায় আলাভেস।
দলের হয়ে প্রথম মিনিটেই প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন রাইট ব্যাক লুকাস ভাসকেস। এরপর কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ব্যবধান বাড়ায় তারা। তারপর ম্যাচের শেষ সময়ে আলাভেসের গোলদুটি করেন কার্লোস বেনাভিদেস ও কিকে গার্সিয়া।
এই জয়ে লিগে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রইল মাদ্রিদ জায়ান্টরা। বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে আরও একধাপ এগোল ভিনিসিউস-এমবাপ্পেরা। শুধু তা-ই নয়, লিগে প্রথম ৬ ম্যাচ মিলিয়ে প্রথমার্ধে মাত্র একটি গোল করা রিয়াল মাদ্রিদ এই ম্যাচে গোল পেয়েছে দুটি।
আরও পড়ুন: নিজের ‘এক্সপায়ার ডেট’ দেখতে পাচ্ছেন না আনচেলত্তি
এদিন কার্যত গোল খেয়েই ম্যাচ শুরু করে আলাভেস। ম্যাচের ৫৪তম সেকেন্ডে বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকে গোললাইনের কাছ থেকে গোলমুখে থাকা লুকাস ভাসকেসকে পাস দেন ভিনিসিউস। বল পেয়ে প্রথম ছোঁয়াতেই গোল আদায় করে নেন ভাসকেস। ফলে অধিনায়ক হিসেবে মাঠে নামার প্রথম মিনিটেই সমর্থকদের আনন্দে ভাসান ৩৩ বছর বয়সী এই রাইট ব্যাক।
১ মাস আগে
দ্বিতীয়ার্ধের জমজমাট লড়াইয়ের পরও ফের পয়েন্ট খোয়াল রিয়াল মাাদ্রিদ
নতুন মৌসুমে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েই বারবার নিজেদের হারিয়ে ফেলছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে মায়োর্কার মাঠ থেকে জয় আনতে ব্যর্থ হওয়া দলটি তৃতীয় ম্যাচেও একইরকমভাবে হতাশ হয়েছে।
বুধবার রাতে স্পেনের কানারি দ্বীপের গ্রান কানেরিয়া স্টেডিয়ামে তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদকে ১-১ গোলের ড্রয়ে রুখে দিয়েছে পুঁচকে লাস পালমাস।
ম্যাচজুড়ে বল দখলের লড়াইয়ে রিয়ালকে সমানে চ্যালেঞ্জ দিয়ে গেছে স্বাগতিকরা। তাছাড়া আক্রমণাত্মক রক্ষণ গড়ে চ্যাম্পিয়নদের আক্রমণগুলোও একের পর এক প্রতিহত করে গেছে তারা। শেষ মুহূর্তে গোল পেয়ে ম্যাচটি জিতে নেওয়ারও ভালো সম্ভাবনা জাগায় তারা, তবে ভাগ্য রিয়ালের পক্ষে থাকায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লুইস মিগেল কারিয়নের শিষ্যদের।
এদিন ম্যাচ শুরুর পর পঞ্চম মিনিটেই এগিয়ে যায় লাস পালমাস। হঠাৎ আক্রমণে উঠে অরেলিয়েঁ চুয়ামেনিকে পরাস্ত করে আলবার্তো মলেইরোকে পাস দেন অলিভার ম্যাকবার্নি। পাস ধরে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন ২০ বছর বয়সী এই তরুণ উইঙ্গার।
গোল খেয়ে আক্রমণাত্মক ফুটবলে লাস পালমাসকে চেপে ধরার চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। তবে সম্মিলিত প্রচেষ্টা, কাউন্টার প্রেসিং ও জমাট রক্ষণে রিয়ালের সেসব প্রচেষ্টা অঙ্কুরেই বিনষ্ট করে দিতে থাকে স্বাগতিকরা। শুধু তা-ই নয়, প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে নিয়ে পজেশনাল ফুটবলে বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করে লাস পালমাস, পাশাপাশি আক্রমণ তৈরির চেষ্টা করে রিয়ালকেও অস্বস্তিতে রাখে তারা।
২৫তম মিনিটে প্রথম গোলে শট নেয় রিয়াল মাদ্রিদ। ডি-বক্সের সামান্য বাইরে থেকে ফাউল আদায় করেন ভিনিসিউস। সেখান থেকে ফেদেরিকো ভালভার্সে দারুণ একটি ফ্রি কিক নিলেও অসাধারণ দক্ষতায় শটটি প্রতিহত করে ব্যবধান ধরে রাখেন লাস পালমাস গোলরক্ষক জ্যাসপার সিলিসেন।
২৮তম মিনিটে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে শট নেন কিলিয়ান এমবাপ্পে। তবে শটে জোর না থাকায় সহজেই বলটি লুফে নেন সিলিসেন।
মিনিট দশেক পর বক্সের বেশ বাইরে থেকে দূরপাল্লার শট হানেন আন্টোনিও রুয়েডিগার, তবে বাঁ পাশের পোস্টঘেঁষে বল গোলের ঢোকার মুখে ঝাঁপিয়ে হাত প্রসারিত করে সেটি বাইরে বের করে দেন সিলিসেন।
আরও পড়ুন: এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
এরপর ৪১তম মিনিটে রিয়াল মাদ্রিদের আরও একটি পাল্টা আক্রমণ সঠিক সময়ে এগিয়ে এসে শেষ পর্যন্ত নিস্ফল করে দেন ৩৫ বছর বয়সী এই সাবেক বার্সা গোলরক্ষক।
প্রথমার্ধের ত্রিশ মিনিটের পর থেকে একের পর এক গেম ডেভেলপ করে সমতায় ফেরার চেষ্টায় ব্রতী হয় রিয়াল মাদ্রিদ। তবে জমাট রক্ষণ ও সিলিসেনের নৈপুণ্যে তাদের সব প্রচেষ্টা ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই নিস্ক্রিয় হয়ে যায়। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লাস পালমাস।
প্রথমার্ধে রিয়ালের ছয়টি শটের তিনটি ছিল লক্ষ্যে, অন্যদিকে লাস পালমাস দুটি শটের একটি লক্ষ্যে রাখতে পারে, যেটি থেকে গোল আদায় করে তারা।
তবে বল দখলের লড়াইয়ে একদমই পিছিয়ে ছিল না লাস পালমাস। রিয়ালের ৫২ শতাংশ সময় বলের ওপর নিয়ন্ত্রণের পাশাপাশি ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে লা লিগা চ্যাম্পিয়নদের সমানে টক্কর দেয় তারা।
২ মাস আগে
এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
প্রথম ম্যাচে ড্র করার পর লা লিগায় চলতি মৌসুমে প্রথম ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় ধীরগতির ফুটবল খেলেও দারুণ জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
রবিবার (২৫ আগস্ট) বের্নাবেউতে ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি কিক থেকে করা গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৮৮ ও যোগ করা সময়ের শেষ মিনিটে দুই গোল করেন বদলি হিসেবে নামা দুই খেলোয়াড় ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক।
এদিন নতুন মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে লা লিগায় ঘরের মাঠে অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। এছাড়া ম্যাচের ৮৬তম মিনিটে অভিষেক হয় এন্দ্রিকের। তবে ম্যাচের প্রায় পুরোটা সময় খেলে এমবাপ্পে গোল না পেলেও তার পরিবর্তে মাঠে নেমে অভিষেক ম্যাচেই গোল আদায় করে নিয়েছেন এন্দ্রিক।
রিয়ালের নতুন নম্বর ৯ এবং ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য মহাতারকা হিসেবে আলোচনায় আসা এন্দ্রিকের অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন লস ব্লাঙ্কোসদের সাবেক নম্বর ৯ ব্রাজিল গ্রেট রোনালদো নাজারিও। তবে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে এসেছিলেন তিনি। ভায়াদোলিদের মালিকদের একজন রোনালদো।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
ম্যাচের শুরু থেকেই তুলনামূলক শক্তিশালী রিয়াল মাদ্রিদ আক্রমণে উঠতে থাকে, আর রক্ষণাত্মক ফুটবলে মনোযোগী হয় ভায়াদোলিদ।
ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে উড়ন্ত লম্বা পাস দিলে দ্রুগতিতে বলের কাছে পৌঁছে প্রতিপক্ষের বক্সের মধ্যে বাঁ পাশ থেকে বল ধরেন এমবাপ্পে। প্রথম ছোঁয়াতেই তিনি লক্ষ্যে শট নিলে ঝাঁপিয়ে তা প্রতিহত করেন লা লিগার প্রথম রাউন্ডে গোল না খাওয়া একমাত্র গোলরক্ষক কার্ল হাইন।
২ মাস আগে
এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে পিএসজি
কিলিয়ান এমবাপ্পে-পিএসজি নাটকে নতুন মোড়। চুক্তির মেয়াদ না বাড়ানোয় এবার নাকি এমবাপ্পের বেতন-বোনাস আটকে দিয়েছে প্যারিসের ক্লাবটি।
ফরাসি দৈনিক লে’কিপের খবর, এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি এমবাপ্পেকে। সেইসঙ্গে গত ফেব্রুয়ারিতে যে (চুক্তি সম্পন্ন করার) আনুগত্য বোনাস পাওয়ার কথা ছিল তার, সেটিও পাননি। ফলে আইনজীবীর শরণাপন্ন হয়েছেন আধুনিক ফরাসি ফুটবলের এই ‘পোস্টার বয়’।
সংবাদমাধ্যমটির খবর, বেতন ও বোনাস মিলিয়ে পিএসজির কাছে প্রায় ৮০ মিলিয়ন ইউরো পাবেন এমবাপ্পে।
এ খবর সত্যি হলে ৭ বছর ধরে পিএসজির জার্সি গায়ে ক্লাবটিকে অসংখ্য শিরোপা জেতানো এমবাপ্পের প্যারিস থেকে সুখের বিদায় নেওয়া হচ্ছে না।
মেসি-রোনালদো-পরবর্তী যুগের মহাতারকা হতে চলা এমবাপ্পেকে নিয়ে কম টানাহেঁচড়া করেনি পিএসজি। ক্লাবটির গোয়ার্তুমির জন্য কয়েক বছর ধরে ভুগতে হচ্ছে তাকে। স্বপ্নের ক্লাব রিয়ালে যোগ দিতে চাইলেও বারবার আটকে দেওয়া হয়েছে তার পথ। অবশেষে চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি আর তা নতুন করে বাড়াতে চাননি।
আরও পড়ুন: চেলসির কোচ হচ্ছেন মারেসকা, নাপোলিতে কন্তে
গত ১০ মে এক্স-এ একটি ভিডিওবার্তা পোস্ট করে আনুষ্ঠানিকভাবে তিনি ভক্তদের জানিয়ে দেন, চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে শেষ হচ্ছে তার পথচলা।
ফুটবলবিশ্বে গুঞ্জন রটেছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতোমধ্যে চুক্তির সব বিষয় চূড়ান্ত করে ফেলেছেন তিনি। আগামী ৫ মৌসুমের জন্য ফুটবলের রাজকীয় সাদা জার্সি গায়ে জড়াতে চলেছেন এমবাপ্পে।
এমনকি তিনি মাদ্রিদে ১৫ মিলিয়ন পাউন্ডে একটি বাড়িও কিনেছেন বলে স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। শুধু তা-ই নয়, তাকে মাদ্রিদের সংস্কৃতি ও স্প্যানিশ ভাষা শেখার ব্যাপারে তাকে সাহায্য করছেন সেভিয়ায় ক্যারিয়ারের শেষসময় কাটানো রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সের্হিয়ো রামোস।
সবকিছু যখন অনুমিতভাবেই চলছে, তখন ফের বাগড়া দিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।
পিএসজির জার্সিতে ৭ মৌসুমে ছয়টি লিগ আঁ শিরোপা, তিনটি ফরাসি কাপসহ আরও অনেক ট্রফি জিতেছেন তিনি। তবে পিএসজির মতো এমবাপ্পের কাছেও অধরা থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটি।
সবশেষ চলতি মৌসুমেও সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নভঙ্গ হয় পিএসজির।
প্যারিসের এ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ১০৮টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে।
বিদায়ী মৌসুমে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে ৪৪টি গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ডের ইউরোপীয় সংস্করণে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।আরও পড়ুন: হেরে পিএসজি অধ্যায় শেষ করলেন এমবাপ্পে
৫ মাস আগে
ফিফার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি
কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে সোমবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন লিওনেল মেসি।
টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেলাস।
কাতারে ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেয়ায় মেসি এমবাপ্পে ও করিম বেনজেমার বিপক্ষে সেরা খেলোয়াড়ের ভোট জিতে ১৪ বছরের মধ্যে সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার অর্জন করেন।
রেকর্ড পঞ্চম প্রচেষ্টায় বিশ্বকাপ জেতেন তিনি।
মেসি বলেন, ‘বছরটি আমার জন্য ‘পাগলাটে’ বছর ছিল। এত দিন লড়াই করে আমি আমার (বিশ্বকাপ) স্বপ্ন পূরণ করতে পেরেছি। শেষ পর্যন্ত যা ঘটেছে তা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর বিষয়। এই অর্জন প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন, তবে খুব কম জনই তা অর্জন করতে পারে। তাই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন: জুনে ঢাকা সফরে আসছে মেসিরা
জাতীয় দলের অধিনায়ক ও কোচদের একটি বৈশ্বিক প্যানেল, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিতে নির্বাচিত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের সমন্বয়ে চূড়ান্তভাবে তিনজন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়।
৩৫ বছর বয়সী মেসি ফিফার কাছ থেকে তার প্রথম সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রত্যাশী এমবাপ্পেকে হারিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের জন্য ফিফা প্রদত্ত গোল্ডেন বল ট্রফি জয়লাভ করেন। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট নিজের দখলে নেন এমবাপ্পে।
ফিফা অ্যাওয়ার্ডস ভোটে মেসির পয়েন্ট ৫২, এমবাপ্পের ৪৪ এবং বেনজেমার ৩৪।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে আরও খেলতে চান মেসি
১ বছর আগে