মিরপুর-১০
প্রায় তিন মাস পর মিরপুর-১০ মেট্রো স্টেশন চালু
প্রায় তিন মাস পর মঙ্গলবার চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে স্টেশনটি মেরামত করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান।
তিনি আরও বলেন, 'দুই মাস ১৭ দিন পর মিরপুর-১০ মেট্রো স্টেশন খুলে দেওয়া হয়েছে। মেরামত করতে ব্যয় হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা। এখানে কিছু ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতির বদলে অন্য দুটি স্টেশনের অব্যবহৃত যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়েছে।’
কিন্তু অন্য দুটি স্টেশনের যন্ত্রপাতি আনা হলে কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন মেরামতের চূড়ান্ত ব্যয় প্রায় ১৮ কোটি ৮৬ লাখ টাকায় দাঁড়াবে বলে জানান ফাওজুল কবির খান।
আরও পড়ুন: তিন মাস পর খুলছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন
গত জুলাইয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় তিন মাস পর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
উপদেষ্টা বলেন, গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো রেল স্টেশন খুলে দেওয়া হয়।
ফাওজুল কবির খান জানান, মেরামত কাজের জন্য তারা সরকারের কাছে অর্থ চাইবেন না। ব্যয়ের ১৮ কোটি ৮৬ লাখ টাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির তহবিল থেকে দেওয়া হবে।
মঙ্গলবার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে মেট্রোরেলের যাত্রী ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন উপদেষ্টা।
পরিদর্শনকালে আরও ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ ছিলেন।
আরও পড়ুন: আগামীকাল থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল
২ মাস আগে
তিন মাস পর খুলছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন
প্রায় তিন মাস পর মঙ্গলবার (১৫ অক্টোবর) খুলছে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন।
সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।
আরও পড়ুন: আগামীকাল থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল
উল্লেখ্য, গত ১৯ জুলাই শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে ভাঙচুর চালায় অজ্ঞাত ব্যক্তিরা।
দুটি স্টেশনই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসেরও বেশি সময় ধরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। গত ২৫ আগস্ট থেকে মেট্রোরেল চালু হলেও এই দুটি স্টেশন বন্ধ ছিল।
পরে গত ২০ সেপ্টেম্বর কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় চালু করা হয়।
আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও-মতিঝিল রুটে মেট্রোরেল বন্ধ
২ মাস আগে
ঢাকার মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ
এক পোশাক শ্রমিকের 'মৃত্যুর' বিচারের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেছেন শ্রমিকরা।
আন্দোলনকারীরা পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিরও দাবি অব্যাহত রেখেছেন। চলমান বিক্ষোভের কারণে আজ বিকালে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন।
মজুমদার কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কথা শুনতে রাজি হয়নি তারা। বরং শ্রমিকরা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসে। অবশেষে প্রতিমন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করেন।
এর আগে সকালে শ্রমিকরা মিরপুর সাড়ে ১১ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরে চলে আসে। দুপুরের আগে থেকেই কয়েকশ’ শ্রমিক সেখানে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ
মিরপুর থানার সহকারী কমিশনার হাসান মোহাম্মদ মোহতারিম বলেন, এক সহকর্মী নিহত হওয়ার অভিযোগ করেছেন পোশাক শ্রমিকরা এবং ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। তবে, কথিত মৃত্যুর স্থান বা পরিস্থিতি সম্পর্কে কেউ সুনির্দিষ্ট তথ্য দেয়নি।
তিনি বলেন, সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।
পরে শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর-১১ এর পূরবী সিনেমা হলের সামনে বিক্ষোভ করে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১ বছর আগে
মেট্রোরেল: যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মিরপুর-১০ স্টেশন
ব্যস্ততম এলাকা মিরপুর-১০ এ মেট্রোরেলের আরও একটি স্টেশন চালু হলো আজ (বুধবার)। এর মধ্য দিয়ে মেট্রোরেলের পাঁচটি স্টেশন সচল হলো। মেট্রোরেল কতৃপক্ষ ইউএনবিকে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন। প্রথম দিনই চালু হয় উত্তরা উত্তর ও আগারগাঁও স্টেশন দু’টি। পরদিন ২৯ ডিসেম্বর থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
এরপর একে একে আরও দুটি স্টেশন চালু হয়। এর মধ্যে গত ২৫ জানুয়ারি পল্লবী স্টেশন ও গত ১৮ ফেব্রুয়ারি চালু হয় উত্তরা সেন্টার স্টেশন। এবার পঞ্চম স্টেশন হিসেবে চালু হলো মিরপুর-১০ নম্বর স্টেশন।
আরও পড়ুন: জুলাই মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল
উল্লেখ্য, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত পথে মোট ৯টি স্টেশন রয়েছে। এর মধ্যে পাঁচটি চালু হওয়ায় এখন বাকি আছে চারটি।
উদ্বোধনের অপেক্ষায় থাকা এ চার স্টেশনের মধ্যে রয়েছে উত্তরা দক্ষিণ, মিরপুর-১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশন।
আরও পড়ুন: মেট্রোরেল: চালু হচ্ছে আরও দুটি স্টেশন
১ বছর আগে