অমিতাভ বচ্চন
ডন ৩: শাহরুখের বদলে বলিউডের নতুন ডন রণবীর সিং
এক যুগ পরে আবারও নির্মাণ মঞ্চে উঠতে যাচ্ছে বলিউডের দুই প্রজন্মের চিরচেনা অ্যান্টি হিরো ডন। ১৯৭৮ সালে স্বনামধন্য লেখক জুটি জাভেদ আখতার ও সেলিম খানের সৃষ্ট এই চরিত্র জীবন্ত হয়ে ওঠে বিগ বি অমিতাভ বচ্চনের মাধ্যমে। অতঃপর ২০০৬ সালে এর রিমেক চরিত্রটিতে এনে দেয় আকাশচুম্বি তারকাখ্যাতি। এই খ্যাতির মধ্যমণি ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এরই ধারাবাহিকতায় ২০১১ সালে নির্মাণ হয় এর সিক্যুয়াল, যেটি ডন সিরিজের আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এমনি যুগান্তকারী চরিত্রের ঝুলিতে যোগ হতে যাচ্ছে আরও একটি নাম- রণবীর সিং। বলিউডের ডন ৩ চলচ্চিত্রে কেন এই পরিবর্তন, কেমন-ই বা হতে যাচ্ছে নতুন ডন, চলুন জেনে নেওয়া যাক।
ডন ফ্র্যাঞ্চাইজিতে নতুন যুগের সূচনা করবে ডন ৩
গত ৯ আগস্ট বুধবার ডন ৩-এর টিজার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেনমেন্ট। এখানে নতুন ডন হিসেবে রণবীর সিং-এর আবির্ভাবের মধ্য দিয়ে ডন ফ্র্যাঞ্চাইজিতে নতুন যুগের সূচনার সংকেত দেয়া হয়।
এক্সেল এন্টারটেইনমেন্ট ১৯৭৮ সালের ডন শিরোনামের ছবিটির স্বত্ব কিনে রিমেক করে ২০০৬-এ। ছবিটির সাফল্যের ধারাবাহিকতায় পাঁচ বছর পর নির্মিত হয় এর সিক্যুয়াল। তারপর থেকে বার বছর পর এবার তৃতীয় সংস্করণেও অপরিবর্তিত থাকছে প্রযোজক ও পরিচালক।
আরও পড়ুন: বার্বি: মুভি দেখার আগে জেনে নিন কিছু চমকপ্রদ তথ্য
রিতেশ সিদ্ধ্যনির প্রযোজনায় সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব পালন করবেন ফারহান আখতার। ২০২৫ সালে ছবি মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ কাজের একদম প্রাথমিক অবস্থায় রয়েছে চলচ্চিত্রটি। গল্প লেখার কাজটি ইতোমধ্যে শেষ হয়েছে, যেটি গায়ত্রীর সঙ্গে যৌথভাবে সম্পন্ন করেছেন পরিচালক নিজে।
চলচ্চিত্রটির সঙ্গীত আয়োজনে আগের মতই থাকছেন সঙ্গীত ত্রয়ী শঙ্কর-এহসান-লয়। শঙ্কর মহাদেবন, এহসান নুরানি ও লয় মেন্ডনসার সমন্বয়ে গঠিত এই টিমটি ডনের থিম মিউজিকের জন্য সুপরিচিত।
সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাবে যেখানে, সেটি হলো কাস্টিং। মূল নায়কের মত তার বিপরীতে থাকা হিরোইনের জায়গাও পরিবর্তন হচ্ছে। তবে ‘রমা’ নামক জনপ্রিয় চরিত্রটিতে কাকে নেয়া হবে তা এখনও অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: সাড়ে ষোলো: হইচই ওটিটিতে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ
১৯৭৮-এর সংস্করণে ছিলেন জিনাত আমান, আর রিমেক সিনেমা ও সিক্যুয়ালে মুগ্ধতা ছড়িয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিয়ারা আদভানি ডন-৩ টিমের সঙ্গে যুক্ত হলেও রমা চরিত্রেই তিনি অভিনয় করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়।
গাদ্দার ২ ও ওএমজি ২-এর সঙ্গে সংযুক্ত করে ডন ৩-এর টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। রণবীর সিং সঞ্জয় লীলা বোনসালি পরিচালিত বৈজু বাওরা ছবির কাজ শেষ করেই ডন ৩-এর শুটিং শুরু করবেন। আর তাকে নিয়েই ডন-এর পরবর্তী মুভিগুলো তৈরি করার পরিকল্পনা করছেন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান।
ডন ৩-এ শাহরুখের জায়গায় রণবীর সিং
কোভিড-১৯ মহামারির সময়েই ডন ৩ নিয়ে বেশ কয়েকবার শাহরুখ খানের সঙ্গে আলোচনায় বসেছিলেন ফারহান আখতার ও রিতেশ সিদ্ধ্যনি। এই মিটিং-এর সময়গুলোতে পরিণত এক স্ক্রিপ্টে রূপ নিয়েছিলো ডনের নতুন সংস্করণটি।
কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, কিং খান আবার ডন হিসেবে ফিরে আসতে খুব একটা আগ্রহী নন। তিনি এখন বিশ্বমানের বাণিজ্যিক চলচ্চিত্রের দিকে ধাবিত হচ্ছেন। এ ধরনের সিনেমা বিভিন্ন সংস্কৃতির বিপুল পরিধির দর্শকদের একই ছাদের নিচে আনতে সক্ষম। আগামী কয়েক বছর তিনি এ ধরনের মুভি নিয়েই ব্যস্ত থাকতে চান। কিন্তু ডন এ ধরনের জনরার সঙ্গে খুব একটা খাপ খায় না।
আরও পড়ুন: পাতালঘর: চরকিতে আসছে নুসরাত ফারিয়ার ওয়েব ফিল্ম
ফ্র্যাঞ্চাইজিটিকে ধরে রাখার জন্য পরিচালক ফারহানসহ সংশ্লিষ্ট নির্মাতারা সময়ের সঙ্গে ডনের বিবর্তনকে তুলে ধরতে চেয়েছিলেন।
সেই সূত্রে, তারা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে একজন উঠতি তারকাকে একত্র করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ধুনকি ও জওয়ানের কাজ শেষ করা এসআরকে এই প্রস্তাব গ্রহণ করেননি।
ফারহান ও রিতেশের সঙ্গে শাহরুখকে এর আগে ‘দিল ধাড়কানে দো’ ও ‘গালি বয়’-এর মত ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুন: এমআর-৯ ডু অর ডাই: মাসুদ রানা আসছেন রূপালি পর্দায়
১ বছর আগে
ছবির শুটিং করতে গিয়ে আহত ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন
দক্ষিণ ভারতে একটি ছবির শুটিংয়ের সময় আহত হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তবে বর্তমানে তিনি নিজ বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন।
রবিবার রাতে ৮০ বছর বয়সী এই বলিউড সুপারস্টার তার ব্লগে দেয়া পোস্টে এ তথ্য জানান।
ব্লগ পোস্টে তিনি জানান, হায়দ্রাবাদে বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্র ‘প্রজেক্ট কে’ তে কাজ করার সময় তিনি পাঁজরে আঘাত পেয়েছিলেন। এটি হিন্দি এবং তেলেগু ভাষায় তৈরি করা হচ্ছে এবং ২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বচ্চন লিখেছেন, তার পাঁজরের কার্টিলেজ ভেঙে গেছে এবং একটি পেশী ছিঁড়ে গেছে।
আরও পড়ুন: অমিতাভ ও অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
তিনি আরও লিখেছেন যে আঘাতটি ‘কষ্টদায়ক’ ছিল এবং তিনি মুম্বাইতে বাড়ি যাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়েছেন। তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসক।
মুম্বাইতে তার বাড়ির বাইরে প্রায়শই জড়ো হওয়া ভক্তদের উদ্দেশ্যে বচ্চন লিখেছেন, ‘আমি আজ সন্ধ্যায় জলসা গেটে শুভাকাঙ্খীদের সঙ্গে দেখা করতে পারব না.. তাই আসবেন না,’ ‘অন্য সব ঠিক আছে।
তিনি বলেছিলেন যে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ছবিটিতে তার কাজ স্থগিত করা হয়েছে।
বচ্চন ২০০টিরও বেশি ভারতীয় ছবিতে অভিনয় করেছেন। ১৯৭৩ সালের ‘জাঞ্জির’ বা ‘দ্য চেইন’ চলচ্চিত্রে তার সাফল্য আসে এবং তিনি সাহসী চরিত্রে অভিনয় করে সুপারস্টারের আসনে উঠে আসেন। ভক্তদেরকে তার চুলের স্টাইল, পোশাক এবং গভীর ভয়েস অনুলিপি করতে অনুপ্রাণিত করেন।
জনপ্রিয় এই অভিনেতা একজন প্রাক্তন রাজনীতিবিদ এবং একজন টেলিভিশন উপস্থাপকও।
আরও পড়ুন: ১ হাজার কৃষকের ঋণ পরিশোধে সাহায্য করলেন অমিতাভ
১ বছর আগে
করোনা থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন অমিতাভ
প্রায় তিন সপ্তাহের চিকিৎসার পর করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠায় মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।
৪ বছর আগে
করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া-আরাধ্যা
করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার ৮ বছরের কন্যা আরাধ্যা বচ্চন। মা ও মেয়ে দুজনেরই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনও হাসপাতালেই পর্যবেক্ষণে থাকবেন অমিতাভ ও অভিষেক বচ্চন।
৪ বছর আগে
ঐশ্বরিয়া এবং আরাধ্যাও করোনায় আক্রান্ত
অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের পর বচ্চন পরিবারের জন্যে ফের দুঃসংবাদ। প্রথমে ঐশ্বরিয়ার ও তার মেয়ে আরাধ্যার করোনা নেগেটিভ এলেও রবিবার দুপুরে তাদের করোনা পজিটিভ এসেছে।
৪ বছর আগে
অমিতাভ ও অভিষেক বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি
ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বড় সুপারস্টার অমিতাভ বচ্চন এবং তার ছেলে আরেক বলিউড তারকা অভিষেক বচ্চন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে
‘কাভি খুশি কাভি গাম’ আমার গালে একটা থাপ্পড় ছিল: করণ জোহর
১৮ বছর আগে বলিউডের মুক্তি পেয়েছিল তারকাবহুল ছবি `কাভি খুশি কাভি গাম’। সেই ছবি নিয়ে এতদিন পরে মুখ খুললেন বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
৪ বছর আগে