প্রায় তিন সপ্তাহের চিকিৎসার পর করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠায় মুম্বাইয়ের হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।
করোনা আক্রান্ত হয়ে নানাবতী সুপার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অমিতাভের ছেলে অভিনেতা অভিষেক বচ্চন এক টুইট বার্তায় জানান, তার বাবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি এখন থেকে ঘরে বিশ্রাম নেবেন।
এর আগে গত সপ্তাহে অভিষেক বচ্চনের স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং তাদের আট বছরের মেয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন, যারা দুজনই কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।
অমিতাভ বচ্চন (৭৭) গত পাঁচ দশকে অন্তত দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি একজন সাবেক রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপকও বটে।
বচ্চনদের প্রায়শই বলিউডের প্রথম পরিবার বলা হয়। অমিতাভ বচ্চনের স্ত্রী জয়াও একজন অভিনেত্রী এবং সাবেক সংসদ সদস্য। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি।