ক্যারিয়ার ক্লাব
শাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার ভিত্তিক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’র উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে।
বুধবার (১লা মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এই চাকরি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যিলয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
'সাস্ট ক্যারিয়ার ক্লাব’ চতুর্থ বারের মতো সাস্টসিসি জব ফেস্ট-২৩ এর আয়োজন করেছে।
এ চাকরি মেলায় দেশের স্বনামধন্য ২৮টি প্রতিষ্ঠান বিভিন্ন সেক্টরে প্রায় তিনশ’ পদে জনবল নিয়োগ দিবে।
আরও পড়ুন: শাবিপ্রবির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিষ্ঠানগুলো তাদের চাহিদা অনুযায়ী চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ করবে। আজ ও আগামীকাল (২ মার্চ) দুই দিনব্যাপী এ চাকুরী মেলা অনুষ্ঠিত হবে।
মেলার প্রথমদিন চাকরি প্রত্যাশীদের বায়োডাটা সংগ্রহ এবং দ্বিতীয়দিন বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেয়া হবে। এতে শাবিপ্রবির গ্রাজুয়েটদের পাশাপাশি সিলেটের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশগ্রহণ নিতে পারবেন। এবাবের চাকরি মেলায় বেশ কয়েকটি কনসাল্টেন্সি ফার্মও অংশ নিচ্ছে। যেখানে স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা ঘরে বসে চাকরির সুযোগ পাচ্ছেন।
এবারের চাকরি মেলায় পাঠাও,আইপিডিসি ফাইন্যান্স, অর্থল্যাব, প্রাণ, আরএফএল গ্রুপ, ডরিক, লিঙ্ক-৩, আরলা ফুড, এপেক্স, এডিসন রিয়েল এস্টেট, ক্রাউন সিমেন্ট, ইয়ো টেক, নাভানা গ্রম্নপ, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, সিলেট ইম্পিরাল হাসপাতালসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি অংশ নিচ্ছে।
আরও পড়ুন: শাবিপ্রবিতে গবেষণাবিষয়ক ১০ম বার্ষিক সম্মেলন শুরু
১ বছর আগে