বিসিএস ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন
টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে বিসিএস ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের সংগঠন ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) ২০২২-২৪ বৎসরের কার্যকরী কমিটি বুধবার টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে।
বিএফএসএ’র সভাপতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের নেতৃত্বসহ-সভাপতি ও উপ-হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হযরত আলী খান, কার্যকরী সদস্য ও মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম এবং কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।
(বিএফএসএ নেতারা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতিহা পাঠ, দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তারা বঙ্গবন্ধুর অনুসৃত বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব,কারও সঙ্গে বৈরিতা নয়’- উক্তিটিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে বিশেষভাবে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানান। সম্প্রতি এ উক্তিটি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ইন্টারন্যাশনাল ইয়ার অব ডায়ালগ অ্যাজ এ গ্যারান্টি অব পিস, ২০২৩’ শীর্ষক রেজুলেশনে সন্নিবেশিত হয়েছে।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট কূটনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সাবেক দূতদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
১ বছর আগে