নিশো
ওয়েব ফিল্মে জুটি নিশো ও মেহজাবীন
আবারও নতুন ওয়েবফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।
‘নীল জলের কাব্য’ শিরোনামে ওয়েবফিল্মটিতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
এটি মুক্তি পাবে ১৬ নভেম্বর বিকেল ৩টায় আই স্ক্রিনের পর্দায়। এ উপলক্ষে বুধবার (১৫ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে উপস্থিত ছিলেন- সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।
আরও পড়ুন: কারার ওই লৌহ কপাট বিতর্ক: অবশেষে ক্ষমা চাইলো টিম ‘পিপ্পা’
‘নীল জলের কাব্য’ সিনেমার গল্পে দেখা যাবে- নানির কাছে কক্সবাজারের গল্প শুনে সমুদ্র দেখার স্বপ্ন জাগে মেহজাবীনের। অনেকবার সমুদ্র দেখার বায়না করলেও মেয়ে বলে পরিবার থেকে অনুমতি পান না তিনি।
আফরান নিশোর সঙ্গে বিয়ের পর তিনি জানান, তাকে সমুদ্রে নিয়ে যেতে হবে। ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় তাদের অর্থনৈতিক সমস্যা। টাকা জমানোর পরিকল্পনা করলেও আসতে থাকে একের পর এক বাধা।
এভাবে এগিয়ে যায় সিনেমার ঘটনা।
সেখানে সবার উদ্দেশে শিহাব শাহীন বলেন, ‘এই ওয়েব ফিল্মের যখন শুটিং করি তখনও ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তা আসেনি। পরে যখন ওটিটিতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করি তখন ওয়েব ফিল্মের রূপ দেওয়া হয়।
শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মেহজাবীন বলেন, ‘কোভিডের কারণে চারবার শুটিং বাতিল করতে হয়। মাঝে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। পরে আইস্ক্রিনের উদ্যোগে এটি নির্মাণ সম্পন্ন করতে পেরেছি। এটি এখন প্রচারের অপেক্ষায়, এজন্য ভালো লাগছে।’ প্রচারের পর দর্শকদের মতামতের অপেক্ষায় আছি।’
নিশো বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছের গল্প এটি। তবে গল্পে নানা ঘটনা যুক্ত হবে। শুটিংয়ের মাঝে করোনা, এরপর কয়েক দফায় শুটিং শেষ করতে পেরেছি, কথা বলতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ছে। যাই হোক অবশেষে এটি মুক্তি পাচ্ছে আশা করব দর্শকদের ভালো লাগবে।’
আরও পড়ুন: কড়ক সিং: জয়ার প্রথম হিন্দি সিনেমা আসছে ওটিটির পর্দায়
বিজয়ীদের হাতে উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২
১১ মাস আগে
দারাজের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নিশো ও মেহজাবীন
দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ প্রথমবারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে টিভি পর্দার সবচেয়ে জনপ্রিয় ও রোমান্টিক জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়োগ দিল।
পরবর্তী দুই বছরের জন্য তারা ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধিতে দারাজের সঙ্গে কাজ করবেন।
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই দুই তারকা তাদের অসাধারণ প্রতিভা এবং মুগ্ধকর ব্যক্তিত্বের জন্য শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন।
আরও পড়ুন: দারাজ মাস্টারকার্ড ‘সেভ স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ২০২৩ শুরু
অভিনয়ের পাশাপাশি তারা অসংখ্য সফল ক্যাম্পেইনের সঙ্গেও সম্পৃক্ত আছেন।
দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তালাত রহিম বলেন, নিশো ও মেহজাবীনকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। তারা উভয়ই অত্যন্ত প্রতিভাবান শিল্পী। যাদের ভক্ত সংখ্যা সম্পর্কে নতুন করে কিছু বলার নেই।
তিনি আরও বলেন, আমরা আশা করছি, দারাজকে প্রতিনিধিত্বের মাধ্যমে তারা আমাদের গ্রাহকদের সম্পৃক্ততা বাড়িয়ে ব্র্যান্ড উপস্থিতি বৃদ্ধিতে এবং আমাদের নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবেন।
দারাজ:
২০১৪ সালে প্রতিষ্ঠিত দারাজ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম। দারাজ বিশ্ব মানসম্পন্ন মার্কেটপ্লেস প্রযুক্তির মাধ্যমে এক লাখের বেশি সেলারের ক্ষমতায়নে ভূমিকা রাখছে। পাশাপাশি, সেলারদের এ অঞ্চলের দ্রুত বর্ধনশীল ৫০ কোটি গ্রাহকের সঙ্গে যুক্ত করতে কাজ করে যাচ্ছে দারাজ।
এছাড়া দারাজ এক্সপ্রেসের মাধ্যমে ব্র্যান্ডটি বাজারের সবচেয়ে কার্যকরী ও ডিজিটালাইজড লজিকটিকস অবকাঠামো পরিচালনা করছে।
দারাজের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার পাঁচ কোটি ক্রেতা ও ব্যবসাকে সেবা প্রদান করা।
বিস্তারিত জানতে ভিজিট করুন- www.daraz.com
মিডিয়া যোগাযোগের জন্য:
আহাদুজ্জামান চৌধুরী, হেড অব করপোরেট কমিউনিকেশন, দারাজ বাংলাদেশ
ইমেইল: [email protected], ফোন: +880-1894-928740
রাইসুল ইসলাম বাপ্পি, সিনিয়র ম্যানেজার, করপোরেট কমিউনিকেশন, দারাজ বাংলাদেশ
ইমেইল: [email protected], ফোন: +880-1894-928653
আরও পড়ুন: দারাজ অ্যাপে বিপিএল দেখেছেন ১০ লাখ দর্শক
অফুরান উল্লাসে ৮ বছরে দারাজ
১ বছর আগে