মধ্যস্থতাকারী
ঝালকাঠিতে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার
ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকা থেকে রিপন মল্লিক (৫৭) নামে জমি কেনা-বেচার মধ্যস্থতাকারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় লাশটি উদ্ধার করা হয়। তিনি এই এলাকার আলতাফ হোসেন মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, রিপন মল্লিককের লাশ পার্শ্ববর্তী আবুল কালাম মল্লিকের বসতবাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
এছাড়া তার মাথার পেছন দিকে আঘাতের কারণে জখম হয়ে রক্তাক্ত রয়েছে বলে জানিয়েছে ঝালকাঠি থানা পুলিশ। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী শিরিন বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক রেখেছে।
আবুল কালাম সৌদি আরব প্রবাসী। আবুল কালামের বর্তমান বসতবাড়ি রিপন মল্লিকের মাধ্যমে কেনে।
পাওনা টাকা অথবা এই পরিবারের সঙ্গে রিপন মল্লিকের অভ্যন্তরীণ বিষয়ের সূত্র ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরও পড়ুন: নাটোরে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হানিফ জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রিপোর্ট প্রাপ্তির পরে আটক শিরিন বেগমকে জিজ্ঞাসাবাদের পরে প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে যমুনার তীর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
১০ মাস আগে
ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ভারতীয় গণমাধ্যমকে মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে নয়াদিল্লিতে মোমেন আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: ‘ভুল বোঝাবুঝি’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়: মোমেন
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তারা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে ‘কোনো গুলি না চালিয়ে’ তাদের সমস্যাগুলো সমাধান করেছে।
ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখি।’
তবে তিনি বলেন, ভারত মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউইওনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: দিল্লিতে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: পার্শ্ব বৈঠক করবেন মোমেন
ঢাকায় মোমেনের সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক সোমবার
১ বছর আগে