ভারতীয় গণমাধ্যম
ইমক্যাবের উপদেষ্টা পরিষদ গঠিত
বাংলাদেশে কর্মরত ভারতীয় গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব) ৫ সদস্যের নতুন উপদেষ্টা পরিষদ গঠন করেছে।
তারা হলেন- দ্য ফ্রন্টলাইনের প্রতিবেদক হারুন হাবিব, দ্য টেলিগ্রাফের প্রতিবেদক ফরিদ হোসেন, দৈনিক সংবাদের প্রতিবেদক সোহরাব হাসান, টাইমস নাউয়ের প্রতিবেদক দীপ আজাদ ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদক আনিসুর রহমান।
শনিবার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
ইমক্যাব সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি রাজিব খান, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান, কোষাধ্যক্ষ আবু আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ, সিয়াম সারোয়ার জামিল, জাকির হোসেন।
আরও পড়ুন: ইমক্যাবে বাসুদেব সভাপতি, মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত
ডিক্যাবের সভাপতি লোটাস, সেক্রেটারি কায়েশ
১ বছর আগে
ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতাকারী হতে পারে ভারত: ভারতীয় গণমাধ্যমকে মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করতে ভারত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গিয়ে নয়াদিল্লিতে মোমেন আরও বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আরও পড়ুন: ‘ভুল বোঝাবুঝি’ বাদ দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায়: মোমেন
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন যে তারা সীমান্ত সমস্যা নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে ‘কোনো গুলি না চালিয়ে’ তাদের সমস্যাগুলো সমাধান করেছে।
ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার বিষয়ে তিনি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বজায় রাখি।’
তবে তিনি বলেন, ভারত মিয়ানমারের বন্ধুত্বপূর্ণ দেশ।
ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউইওনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: দিল্লিতে জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: পার্শ্ব বৈঠক করবেন মোমেন
ঢাকায় মোমেনের সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক সোমবার
১ বছর আগে