দুর্বৃত্তের গুলি
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ব্যক্তির মৃত্যু
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে স্বর্ণ কুমার ত্রিপুরা নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বোয়ালখালি (সদর) ইউনিয়নের পোমাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) ত্রিপুরা পোমাংপাড়া গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে। তিনি ওই এলাকায় নামকরা বাবুর্চি হিসেবে পরিচিত ছিলেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাকারিয়া জানান, মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। ভোরে খবর পেয়ে নিহতের বাড়ির কাছে পোমাংপাড়া থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে যে, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে।
২ মাস আগে
খিলগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে ট্রাকচালক আহত
রাজধানীর খিলগাঁওয়ে এক ট্রাকচালককে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১০ মার্চ) এলাকার আমুলিয়া বাইকদিয়ায় এ ঘটনা ঘটে।
আহত আলম (৪৮) খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: গাজীপুরে দুর্বৃত্তের হামলায় অটোরিকশাচালক নিহত, আহত ভাই-ভাতিজা
আহতের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আমুলিয়া বাইকদিয়ায় আলমের ট্রাক লক্ষ্য করে ৮-১০ জন যুবক ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে তারা ট্রাকের জানালার কাঁচ ভেঙে ফেলে। সে সময় আলম গাড়ি চালানো বন্ধ করলে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার ডান পায়ে গুলি করে।
আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় দুর্বৃত্তের হাতে যুবক খুন
৯ মাস আগে
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মার্চ) বিকালে উখিয়ার ক্যাম্প-১৯ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ৮ এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমদ।
নিহত রোহিঙ্গা যুবকের নাম রফিক (৩৫)। তিনি ক্যাম্প-১৯ ব্লক-এ/৯ এর দিল মোহাম্মদের ছেলে। তাকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রথমে পিটিয়ে ও পরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
নিহতের পরিবারের বরাত দিয়ে এএসপি ফারুক আহমদ জানান, মুখে কালো কাপড় বাধা ১০-১৫ জনের সশস্ত্র দল শুক্রবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-১৯ এলাকার রোহিঙ্গা রফিককে তার নিজ ব্লক থেকে তুলে নিয়ে যায়। প্রথমে তাকে পিটিয়ে আহত করা হয়। পরে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
এএসপি ফারুক আরও জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, বিকাল ৫টার দিকে রোহিঙ্গা ক্যাম্প থেকে রফিক নামের ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে ২ রোহিঙ্গাকে গুলি করে হত্যা, আটক ২
উখিয়ায় গোলাগুলিতে রোহিঙ্গা নিহতের ঘটনায় ৭৮ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে