অপহৃত ভারতীয় তরুণী
অপহৃত ভারতীয় তরুণীকে উদ্ধার করল এপিবিএন, গ্রেপ্তার ১
২০২২ সালের জানুয়ারি থেকে নিখোঁজ এক ভারতীয় তরুণীকে বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানার একটি বাসা থেকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গত ২০ জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার প্রদীপ পাল নামে এক ভারতীয় নাগরিক থানায় অভিযোগ করেন যে বাংলাদেশি নাগরিক কৌশিক বিশ্বাস তার ১৪ বছর বয়সী মেয়ে শ্রীজা পালকে অপহরণ করে ঢাকার কোথাও লুকিয়ে রেখেছে।
ভারতীয় হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে এবং বাংলাদেশ পুলিশকে এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গুলি, এপিবিএন সদস্য গুলিবিদ্ধ
অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমি বলেন যে বৃহস্পতিবার ১১-এপিবিএন উত্তরার বিশেষ অভিযানের মাধ্যমে টঙ্গী পশ্চিম থানাধীন একটি বাসা থেকে শ্রীজা পালকে উদ্ধার করা হয় এবং কৌশিক বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ৯ ঘন্টার মাথায় অপহৃত শিশু উদ্ধার, যুবক আটক
১ বছর আগে