টেংরিয়া
ঝুঁকিপূর্ণ টেংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্ঘটনার আশঙ্কা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪৭ নম্বর টেংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠ নিচ্ছে। কারণ জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি ফাটল, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তাই শিক্ষার্থীদের কখনও খোলা মাঠে আবার কখনও গাছ তলায় ক্লাস নেয়া হচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। আর এ কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রীতিমত হিমশিম খাচ্ছে বিদ্যালয়ের শিক্ষকরা।
এছাড়া হরিপুর উপজেলায় বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন হলেও ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ৪৭নং টেংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পড়ে রয়েছে অবহেলায় আর অব্যবস্থাপনায়।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর জন্য ১৯৯৩ সালে একটি ভবন নির্মিত হয়। এরপর বিদ্যালয়টিতে ৩৪ বছর ধরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রখর রোদে সীমাহীন কষ্ট সহ্য করে খোলা আকাশের নিচে ধুলাবালির মধ্যে ক্লাস করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। বৃষ্টির দিনে বিদ্যালয়ে পাঠদান চালু রাখলে আরও দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।
আরও পড়ুন: কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়ায় শনিবার শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সাধুরহাট
১ বছর আগে