৫ দিন
সাবেক মন্ত্রী ওবায়দুল মোকতাদির ৫ দিনের রিমান্ডে
বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ওবায়দুল মোকতাদির চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন শুক্রবার (১ নভেম্বর) ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম মেহেরা মাহবুব এ আদেশ দেন।
আরও পড়ুন: সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ৪ দিনের রিমান্ডে
এর আগে বৃহস্পতিবার(৩১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মুক্তাদিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পুলিশ বিএনপি কার্যালয়ে ঢুকে লাঠিপেটা ও গুলি চালালে মকবুল গুরুতর আহত হন। পরে হাসপাতালে মারা যান তিনি।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
আরও পড়ুন: ৫ দিনের রিমান্ডে আ. লীগ নেতা ডা. আবু সাঈদ
২ সপ্তাহ আগে
৫ দিনের রিমান্ডে ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহ
ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর আহাম্মদ হত্যা মামলায় ফেনী-৩ আসনের এমপি ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এ রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জাফর আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত রহিম উল্লাহসহ ৫ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: রেনু হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, জাফর হত্যা মামলায় রহিম উল্লাহ ও গ্রেপ্তার ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর পিএস মানিকসহ ৪ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ১২ অক্টোবর রহিম উল্লাহকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরদিন তাকে ফেনী সদর আমলি আদালতে আনা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট শহরের ট্রাংক রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর আহাম্মদ স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। আন্দোলনে তার অংশগ্রহণের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইনে প্রকাশ হয়। ওইদিন শর্শদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়াসহ আরও ১০ থেকে ১১ জন আসামি জাফরের বাড়িতে গিয়ে হত্যার হুমকি দেন। ভয়ে স্ত্রী আছিয়া স্বামীকে সেদিন বাসায় আসতে নিষেধ করেন। জাফরও তার স্ত্রীর কথা মত সেদিন আর বাসায় যাননি। পরদিন ৪ আগস্ট জাফরকে ফেনী শহরের পুরাতন জেল রোডস্থ জেলা কারাগারের সামনে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ২০৫ জনের নাম উল্লেখ ও আরও ১০০ থেকে ১০৫ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
৩ সপ্তাহ আগে
৫ দিনের রিমান্ডে সাবের হোসেন চৌধুরী
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান সাবের হোসেন চৌধুরীকে আদালতে হাজির করে আরও তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
পরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মাহবুবুল হক তার এ রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: আ. লীগ নেতা ডাবলু ও যুবলীগ নেতা রুবেল ৫ ও ৩ দিনের রিমান্ডে
রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা-৯ আসনের সাবেক সংসদ সদস্য সাবের হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০২২ সালের ডিসেম্বরে বিএনপি তাদের এক দফা দাবির সমর্থনে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে।
সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নেতৃত্বে গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির অফিসে পুলিশ অভিযান চালায়।
পুলিশের বল প্রয়োগের ওই অভিযানে পুলিশ সদস্যরা বিএনপি সদস্যদের ওপর লাঠিচার্জ ও গুলি চালালে মকবুলসহ বেশ কয়েকজন আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় মকবুলকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে তার মৃত্যু হয়।
চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী বাদী হয়ে ২৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
আসামিদের মধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও পুলিশের একাধিক কর্মকর্তা রয়েছেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাংগীর আলম
১ মাস আগে
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাংগীর আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে জাহাংগীর আলমের পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন: দেশে ফিরেই আটক সাবেক এমপি সুলতান মনসুর; ৫ দিনের রিমান্ডে
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে।
রিমান্ডের বিরোধিতা করে মো. জাহাংগীর আলমের জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. ইয়ার খান ও মোরশেদ হোসেন শাহীন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
এর আগে, গুলশান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এরপর ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
১ মাস আগে
হাজী সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আক্কাস মিয়া হাজী সেলিমের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে আদালতের এজলাসে তোলা হলে অঝোরে কাঁদেন হাজী সেলিম।
আরও পড়ুন: রাশেদ খান মেননের ৬ দিনের রিমান্ড মঞ্জুর
তার আইনজীবী শ্রী প্রাণনাথ আদালতের অনুমতি নিয়ে ওকালতনামায় তার সই নিতে গেলে তিনি সই করতে পারেন না বলে জানান। পরে তার টিপ সই নিয়ে আদালতে ওকালতনামা দাখিল করেন প্রাণনাথ।
এসময় রাষ্ট্রপক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।
এছাড়াও হাজী সেলিমের বিরুদ্ধে জমি দখল, মার্কেট দখলের অভিযোগ তুলে বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকীও ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করেন। তবে এসব অভিযোগ হাজী সেলিম।
হাজী সেলিমের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে শুনানিতে তার আইনজীবী প্রাণনাথ বলেন, এটা হত্যা মামলা। জমি দখল, মার্কেট দখলের সঙ্গে এ মামলার সম্পর্ক নেই।
বিএনপিপন্থী আইনজীবীরা এই বক্তব্যের বিরোধিতা করলে প্রাণনাথ বলেন, ‘এজাহারে সুস্পষ্ট বলা আছে, লালবাগের ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ড চালানো হয়েছে। রিমান্ডে নিলে ডিসিকে নিতে হবে। তাকে কেন?’
পরে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর আজিমপুর সরকারি আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ।
এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: পলক, টুকুসহ ৬ জন আবারও রিমান্ডে
২ মাস আগে
৫ দিন পর সেনা নিরাপত্তায় বগুড়ায় ১২টি থানায় পুলিশি কার্যক্রম শুরু
সেনাবাহিনীর নিরাপত্তায় ৫ দিন পর বগুড়া জেলার ১২টি থানায় পুলিশ কার্যক্রম শুরু করেছে। তবে সব থানা পুলিশ বাইরে টহল দেবে না।
শুক্রবার (৯ আগস্ট) বিকাল থেকে পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ কাজ করতে দেখা যায়। এদিকে শনিবার (১০ আগস্ট) সকালে প্রতিটি থানা পরিদর্শন করেন সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘আমাদের থানা ক্ষতিগ্রস্ত। এলাকায় খুব বেশি লোকজন নেই। আমরা থানাতে কার্যক্রম শুরু করেছি। তবে সব কার্যক্রম আমাদের অভ্যন্তরীণ।’
বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘বগুড়ার ১২টি থানায় কার্যক্রম শুরু করা হয়েছে। থানার নিরাপত্তায় সেনারাও কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘সদর থানা পুড়ে যাওয়ায় সেখানে বসার মতো অবস্থা না থাকায় সদর থানার কার্যক্রম ডিবি কার্যালয়ে চলছে।’
বগুড়া সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলেন, 'প্রতিটা থানায় নিরাপত্তা জোরদার করতে সেনারা অবস্থান নিয়েছেন। আমরা পুলিশের সঙ্গে আলোচনা করে চেষ্টা করছি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে।’
আরও পড়ুন: আরও ১৭৭ থানার কার্যক্রম শুরু: পুলিশ সদর দপ্তর
সিলেটে থানাগুলোতে ফিরছে পুলিশ, চলছে কার্যক্রম
৩ মাস আগে
টানা ৫ দিনের ছুটিতে দেশের বেনাপোল স্থলবন্দর
টানা পাঁচ দিনের ছুটিতে দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল।
শুক্রবার (১৭ মে) বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, শনিবার, রবিবার ও সোমবার ভারতের উত্তর ২৪ পরগণার বনগাঁয় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
আরও পড়ুন: বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
এছাড়া মঙ্গলবার যশোরের শার্শা উপজেলা পরিষদ নির্বাচন এবং এরসঙ্গে বুধবার বৌদ্ধপূর্ণিমার সরকারি ছুটির কারণে বন্দর দিয়ে সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বন্ধ থাকলেও শনিবার ও রবিবার কাস্টমসের কার্যক্রম চলবে।
বাংলাদেশ ও ভারত সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর সূত্র এসব জানানো হয়েছে। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দেবে।
আরও পড়ুন: উপজেলা নির্বাচন: হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের লোকসভা নির্বাচন: ৩ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর
৬ মাস আগে
ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, ভোমরা বন্দরের সঙ্গে সম্পৃক্ত ও ভারত সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা একত্রে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। বুধবার থেকে রবিবার পর্যন্ত উভয় দেশের বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন বলেন, রবিবার থেকে যথারীতি এ বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে। এছাড়া বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ২ দিন
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
৭ মাস আগে
বাগেরহাটে নিখোঁজের ৫ দিন পর মিলল সেই জেলের লাশ
বাগেরহাটের চিত্রা নদী থেকে এসকেন্দার শেখ নামে এক জেলের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিষ্ণুপুর পানিঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন এসকেন্দার শেখ।
আরও পড়ুন: সিলেটে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
এসকেন্দার শেখ বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বড় সিংরাম গ্রামের তসির উদ্দিন শেখের ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে চিত্রা নদী থেকে জেলের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা তার জামা-লুঙ্গি দেখে তাকে শনাক্ত করে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য জন্য লাশ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: মেঘনা থেকে রজনীগন্ধা ফেরির সহকারী মাস্টার হুমায়ুনের লাশ উদ্ধার
সিলেটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
৯ মাস আগে
মির্জা আব্বাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতা ও পিস্তল ছিনতাই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১ নভেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।
আরও পড়ুন: মির্জা আব্বাসসহ বিএনপির ১৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ৬ মামলা
এর আগে, মির্জা আব্বাসকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। মির্জা আব্বাসের পক্ষে সিনিয়র আইনজীবী মহসিন মিয়া, মোসলেহ উদ্দিন জসিম, ওমর ফারুক ফারুকী, গোলাম মোস্তফা খান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক শাহ আলম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার
মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
১ বছর আগে