র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ঢাকা থেকে যুবক গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার এক আসমিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কাউসার আলী (৩৯) জেলার নাচোল উপজেলার চৌপুকুরিয়া এলাকার সাইদুর রহমানের ছেলে।
আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
আরও পড়ুন: ফরিদপুরে বাস থেকে নামিয়ে মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
তিনি বলেন, কাউসার আলী গত ১২ আগস্ট গভীর রাতে তার শয়নকক্ষে ঘুমিয়ে থাকা ৪ বছরের শিশুটিকে হাত দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে কাউসার পালিয়ে যায়। পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করেন।
কাউসার আলী শিশুটির আপন খালু বলে উল্লেখ করেন তিনি।
রিয়াজ শাহরিয়ার বলেন, মামলার এজাহার ও গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তি করে র্যাব-৫ এর একটি দল ঘটনার ছায়াতদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর বাড্ডা থানার পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকা থেকে র্যাব-৫ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে র্যাব পরিচয়ে পর্যটককে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১ এর মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
কাউসার আলীকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বরিশালে শিশু ধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ বছর আগে
উখিয়ায় ১২০ কোটি টাকা মূল্যের ‘আইস’ জব্দ, আটক ৪: র্যাব
কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত থেকে ২৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এর একটি চালান জব্দের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় চারজনকে আটক করা হয়।
র্যাবের দাবি, এটি দেশে জব্দ হওয়া মাদকটির সর্বোচ্চ চালান।
শনিবার (৬ মে) রাত ৯টার দিকে উখিয়া পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে আইসের চালানটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, র্যাবের আইন ও গণমাধ্যম পরিচালক খন্দকার আল মঈন।
আরও পড়ুন: ঢাকায় ক্রিস্টাল মেথসহ বাসচালক-হেলপার আটক
তিনি বলেন, র্যাবের অভিযানে কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৪ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার হাওয়া আইসের মূল গডফাদারকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রবিবার (৭ মে) কক্সবাজার র্যাব-১৫ এর কার্যলয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: কক্সবাজারে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিস্টাল মেথের চালান জব্দ: বিজিবি
১ বছর আগে
সিলেটে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীকে গ্রেপ্তার করল র্যাব
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মো. আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পলাতক আব্দুল মতিনকে রবিবার (২৩ এপ্রিল) রাতে সিলেটের গোলাপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৩। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়ে রাজাকার বাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি।
আব্দুল মতিনের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
আরও পড়ুন: সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের ফেরত দিতে যুক্তরাজ্যের প্রতি বাংলাদেশের আহ্বান
র্যাব আরও জানায়, আব্দুল মতিন এবং একই মামলার আসামি আব্দুল আজিজ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের বারপুঞ্জিতে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তারা পালিয়ে বড়লেখায় এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। আব্দুল মতিন বড়লেখা থানা জামায়াতে ইসলামী এবং ১৯৭১ সালে ইসলামী ছাত্র সংঘের সক্রিয় সদস্য ছিলেন।
আব্দুল মতিনসহ রাজাকার বাহিনীর সদস্যরা মৌলভীবাজারে হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী কর্মকাণ্ড চালাত।
একাত্তরের ১৯ মে আব্দুল মতিনসহ এই মামলার অপর দুই আসামি আব্দুল আজিজ, আব্দুল মান্নান এবং তাদের সহযোগীরা মিলে মৌলভীবাজারের বড়লেখার ঘোলসা গ্রাম থেকে ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা হরেন্দ্রলাল দাস, মতিলাল দাস, নগেন্দ্র কুমার দাস এবং শ্রীনিবাস দাসকে অপহরণ করে বড়লেখা সিও অফিস রাজাকার ক্যাম্পে আটক রেখে নির্যাতন চালায়। পরে জুড়ি বাজার বধ্যভূমিতে হরেন্দ্রলাল দাস, মতিলাল দাস ও নগেন্দ্র কুমার দাসকে হত্যা করা হয়। রাজাকার ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে বেঁচে যান শ্রীনিবাস দাস।
আরও পড়ুন: যশোরে ৬ যুদ্ধাপরাধী গ্রেপ্তার, ঢাকায় স্থানান্তর
আব্দুল মতিনের বিরুদ্ধে বড়লেখার কেছরিগুল গ্রামের এক নারীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়াও মুক্তিযোদ্ধাদের বাড়িতে লুটপাট বিভিন্ন জনকে নির্যাতন, বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৪ সালের ১৬ অক্টোবর আব্দুল মতিন, আব্দুল মান্নান এবং আব্দুল আজিজ বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২০১৬ সালের ১৪ নভেম্বর তদন্ত শেষ হয়। তদন্ত শেষ হওয়ার আগে সে বছর ১ মার্চ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির দিনই আইনশৃঙ্খলা বাহিনী আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। তারা এখন কাশিমপুর কারাগারে আছেন।
তখন থেকে আত্মগোপনে ছিলেন মতিন। এই আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয় প্রসিকিউশন। পরে ২০২২ সালের ১৯ মে ট্রাইব্যুনাল তিন জনের মৃত্যুদণ্ডের রায় দেন।
র্যাব জানায়, মতিন মৌলভীবাজারের বড়লেখা ছেড়ে সিলেটের গোলাপগঞ্জে তার ভাগিনার বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখানে তিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতেন।
আরও পড়ুন: কারাগারে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর মৃত্যু
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র্যাব
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ এবং দুইজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে জেলা শহরের শান্তির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রিপন মন্ডল(২৭) ও একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সোহাগ সর্দার হামিদুল।
শনিবার রাতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের শান্তির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
নাটোরে মোটরসাইকেলের টায়ার থেকে সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
১ বছর আগে