সায়েন্স ল্যাব
সায়েন্স ল্যাবে বিস্ফোরণ ঘটা শিরিন ম্যানশনকে 'ঝুঁকিপূর্ণ ভবন' ঘোষণা
সায়েন্স ল্যাবের বিস্ফোরণ ঘটা শিরিন ম্যানশনকে 'ঝুঁকিপূর্ণ ভবন' ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ‘ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত আঞ্চলিক কমিটি’।
সোমবার ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনের নেতৃত্বাধীন ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত আঞ্চলিক কমিটি শিরিন ম্যানশনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ইতোমধ্যে সেখানে ব্যানার লাগিয়ে দিয়েছে।
আঞ্চলিক কমিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন ‘ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসি'র টেকনিক্যাল কমিটি’-কে এ সংক্রান্ত এক প্রতিবেদন পাঠিয়েছে। টেকনিক্যাল কমিটি এ ভবন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: সায়েন্স ল্যাব ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা: ফায়ার সার্ভিসের ডিজি
ঝুঁকিপূর্ণ ঘোষণা করার বিষয়ে বিজ্ঞপ্তিতে করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, বিস্ফোরণে ভবনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য ঘটনাস্থল পরিদর্শন করে আঞ্চলিক কমিটি কর্তৃক ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা এবং 'ঝুঁকিপূর্ণ ভবন' চিহ্নিত করে ব্যানার লাগিয়ে দেয়া হয়েছে। বিষয়টি আমরা ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত টেকনিক্যাল কমিটিকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থা কর্তৃক তদন্ত কার্যক্রম ও আলামত সংগ্রহ চলছে। আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষ হলে ভবনটি নিয়ে করপোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বাধীন ‘ঝুঁকিপূর্ণ ভবন সংক্রান্ত ডিএসসিসি'র টেকনিক্যাল কমিটি’- পরবর্তী সিদ্ধান্ত নেবে।
আরও পড়ুন: সায়েন্স ল্যাব ভবনে নাশকতার আলামত পাওয়া যায়নি: ডিএমপি কমিশনার
১ বছর আগে
সায়েন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা: ফায়ার সার্ভিসের ডিজি
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ একটি বড় দুর্ঘটনা।
তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি যে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। আমরা আরও তদন্ত করছি এবং অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখছি।’
সোমবার মিরপুর ডিওএইচএস-এ একটি অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে বিস্ফোরকের কোনো অস্তিত্ব পায়নি।
আরও পড়ুন: সায়েন্স ল্যাব ভবনে নাশকতার আলামত পাওয়া যায়নি: ডিএমপি কমিশনার
রবিবার ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় একটি ‘বিস্ফোরণের পর আগুন লাগে’। এসময় শিরিন ম্যানশন নামের একটি তিনতলা ভবন আংশিকভাবে ধসে পড়লে কমপক্ষে তিনজন মারা যান এবং ৫০ জনেরও বেশি আহত হন।
নিহতরা হলেন- তুষার, শফিকুজ্জামান ও আব্দুল মান্নান।
বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট এবং কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) সদস্যদের সমন্বয়ে একটি দল রবিবার বিকালে বিস্ফোরণস্থল পরিদর্শন করে এবং পরীক্ষা চালায়।
রবিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ ভবনটিকে বিপজ্জনক ও পরিত্যক্ত ঘোষণা করে একটি ব্যানার তুলেছে।
আরও পড়ুন: সায়েন্স ল্যাবে হামলা পুলিশকে লক্ষ্য করে: ডিএমপি প্রধান
সায়েন্স ল্যাবের বিস্ফোরণ বড় হামলার ইঙ্গিত হতে পারে: কাদের
১ বছর আগে
সায়েন্স ল্যাব ভবনে নাশকতার আলামত পাওয়া যায়নি: ডিএমপি কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক রবিবার বলেছেন, সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের পর একটি ভবনের আংশিক ধসে তিনজনের প্রাণহানি কোনও নাশকতার ঘটনা নয়, একটি দুর্ঘটনা।
রবিবার ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ঘটনাস্থলে কোনও নাশকতার আলামত পাওয়া যায়নি এবং বিভিন্ন কারণে বিস্ফোরণ ঘটতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি তদন্ত করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বিস্ফোরণের তদন্তের জন্য একটি কমিটি গঠন করব এবং তদন্ত সংস্থা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতামত নেবে এবং একটি প্রতিবেদন জমা দেবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্প্লিন্টার বা ধ্বংসাত্মক উপাদানের কোনো চিহ্ন খুঁজে পেয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপি প্রধান বলেন, ‘তারা এখনও স্প্লিন্টার বা ধ্বংসাত্মক উপাদানের কোনো চিহ্ন খুঁজে পায়নি।’
রবিবার সকালে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ ও পরবর্তীতে অগ্নিকাণ্ডে একটি ভবন আংশিক ধসে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবন আংশিক ধসে নিহত ৩, আহত ১০
নিহতরা হলেন- তুষার, শফিকুজ্জামান ও আব্দুল মান্নান।
তুষার ও শফিকুজ্জামান কম্পিউটার অপারেটর ছিলেন এবং আবদুল মান্নান একটি কোম্পানির অফিস সহকারী ছিলেন, যার অফিস ছিল ভবনের দ্বিতীয় তলায়।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ জানান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনের নাম- আয়েশা আক্তার আশা, হাফিজুর রহমান (৩৪), জহুর আলী (৬০), আকবর আলী (৫২) ও সৈয়দ আশরাফুজ্জামান (৩৫)।
এর মধ্যে আয়েশা ৩৮ শতাংশ, হাফিজুর ৮ শতাংশ, জহুর ৪৪ শতাংশ, আকবর ৩৭ শতাংশ এবং আশরাফুজ্জামান ছয় শতাংশ আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত আরও নয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারা হলেন- নুরুন্নবী (২৭), তাজউদ্দীন (৩৫), মেহেদী হাসান (২৫), জাকির হোসেন জুয়েল (২৬), কামাল (৪০), কবির হোসেন (২৫), রাবেয়া খাতুন (২৩), তামান্না (২২) এবং অজ্ঞাত এক যুবক যার বয়স ২৫ বছর।
সকাল ১০টা ৫২ মিনিটে বিস্ফোরণের পর তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে এবং আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স হেডকোয়ার্টার্স মিডিয়া সেল থেকে আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করেছে।
বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলার কোনো সম্ভাবনা নেই: ডিএমপি কমিশনার
একুশে বইমেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি
১ বছর আগে
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবন আংশিক ধসে নিহত ৩, আহত ১০
ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়ায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ১০টা ৫২ মিনিটের দিকে বিস্ফোরণের পর তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে।
১ বছর আগে