ঝাড়ু মিছিল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন কয়েক হাজার বালি-পাথর শ্রমিক। শুক্রবার দুপুর ১২ টায় তাহিরপুর নৌকাঘাট এলাকা থেকে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার শ্রমিক ঝাড়ু হাতে নিয়ে এ বিক্ষোভ মিছিল করেন। পরে তারা তাহিরপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, যাদুকাটা নদীর শ্রমিকদের কাছ থেকে অবৈধ সুবিধা না পেয়ে উপজেলা চেয়ারম্যান বালু মহালটি বন্ধ করে দেয়ার বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা অভিযোগ করে শ্রমিকদের হয়রানি করে যাচ্ছেন।
এই মহালটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। মহালটি বন্ধ থাকায় দু’টি উপজেলার লক্ষাধিক শ্রমিক দীর্ঘ দুই বছর বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেছেন। সম্প্রতি মহালটি চালু হওয়ায় হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, যাদুকাটা নদীর বালু মহাল বন্ধ করে দেয়ার পাঁয়তারা সফল হলে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
এ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুস ছাত্তার, আব্দুল জলিল, মনাই মিয়া, আলী হোসেন প্রমুখ।
আরও পড়ুন: সুনামগঞ্জে মাদরাসাছাত্র নিখোঁজ
সুনামগঞ্জে লেগুনা মালিক সমিতির উদ্যোগে সড়ক সংস্কার
সুনামগঞ্জে আঞ্জু হত্যা: ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল
২ বছর আগে
নাটোরে পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে হয়রানির অভিযোগ
নাটোরের বাগাতিপাড়ায় ৫ বছর আগের এক লাশ উদ্ধারের তদন্ত ঘিরে তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হয়রানি-নির্যাতন ও অর্থ আদায়ের অভিযোগ এনে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।
৩ বছর আগে
খুলনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
জেলার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে নারীরা ঝাড়ু মিছিল করেছে।
৪ বছর আগে
চবিতে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে কর্মীদের ঝাড়ু মিছিল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ছাত্রলীগ কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এফ রহমান হল ও আলাওল হল থেকে এ মিছিল শুরু হয়। চবি ছাত্রলীগের উপ গ্রুপ বিজয়ের কর্মীরা এ ঝাড়ু মিছিল করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে গেলে প্রশাসনের বাধার মুখে পড়ে। মিছিলে গ্রুপের নেতৃত্ব পর্যায়ের কাউকে দেখা যায়নি।
এ সময় বিজয় পক্ষের কর্মী ও আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র সাহিল কবির বলেন, ‘রেজাউল হক রুবেলের নির্দেশে শিবির স্টাইলে তিন ছাত্রলীগ কর্মীর রগ কেটে দেয়া হয়েছে। রুবেলের শাস্তি না হলে আমরা অবরোধ চালিয়ে যাব। আমি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয়ে যদি তৃতীয় বর্ষে পড়ি, তাহলে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল হক রুবেলের এখন কোথায় থাকার কথা? তাই এই অযোগ্য ও অছাত্রকে বহিষ্কার করতে হবে। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
৪ বছর আগে