মাটির নিচ
গাজীপুরে মাটির নিচে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার
গাজীপুরে জোড়পুকুরপাড় এলাকায় একটি জমির মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে মাটি খননের পর একটি মাটির কলসের ভেতর এগুলোর সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন: ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল শেখ হাসিনাকে হত্যার নীল নকশা: ডেপুটি স্পিকার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা আবুল কাশেম বাড়ি নির্মাণের জন্য গাজীপুর মহানগরীর সদর থানার দক্ষিণ ছায়াবীথি (জোরপুকুরপাড়) এলাকায় সাড়ে ৩ কাঠা জমি কিনে বাউন্ডারি দিয়ে ফেলে রাখেন। সম্প্রতি তিনি ওই জমিতে বাড়ি নির্মাণের প্রস্তুতি নেন।
সোমবার সকালে এখানে স্থানীয় লোকজন কাজ শুরু করে। সকাল ১০টার দিকে মাটি খনন করার পর গর্তের মধ্যে একটি মাটির কলসের ভেতর গ্রেনেড সদৃশ কয়েকটি বস্তু দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করে এগুলো পরিত্যক্ত গ্রেনেড। নিরাপত্তার জন্য এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সীমানা ঘেরা জমির গেট তালাবদ্ধ করে রাখা হয়।
সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউলল করিম বলেন, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দিয়ে গেটে তালা দিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বস্তুগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে কবর খুঁড়তে গিয়ে মিলল যুদ্ধকালীন গ্রেনেড
বগুড়ার শিবগঞ্জে নদী থেকে গ্রেনেড উদ্ধার
৪ মাস আগে
নিখোঁজের ৫ দিন পর মাটির নিচ থেকে নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামে এক নিরাপত্তা প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের রংপুর-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আখাউড়ায় ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
মৃত ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তাপ্রহরী।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় আরকে টেক্সটাইল মিলে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে প্নেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ওই কারখানাতে তার খোঁজ করে বুধবার দুপুরে মাটির নিচে চাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় নৌকা প্রার্থীর সমর্থকের লাশ উদ্ধার
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ চোরেরদল কারখানায় চুরি করতে এসেছিল এসময় বাঁধা দিলে ফেরদৌসকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে চোরচক্র।
তিনি জানান, তবে চোরচক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ধানখেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
১০ মাস আগে
দিনাজপুরে মাটির নিচ থেকে পিতলের গণেশ মূর্তি উদ্ধার
দিনাজপুরের নবাবগঞ্জে গভীর নলকূপের পানির ড্রেন খননকালে একটি পিতলের গণেশ মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার শগুনখোলা মাঠে এ মূর্তিটি পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্ত থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
তিনি জানান, বুধবার উপজেলার শগুনখোলা গ্রামের আবু তালেব তার জমিতে গভীর নলকূপের মাধ্যমে পানি দেয়ার জন্য ড্রেন খনন করছিলেন। এসময় তিনি মাটির নিচে একটি পিতলের মূর্তি দেখতে পান। পরে তিনি মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন।
তিনি জানান, এই খবর পেয়ে এদিন রাত ১২টার দিকে পুলিশ আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আবু তালেব মূর্তিটি তার হেফাজতে রাখার কথা স্বীকার করেন। এরপর পুলিশ মূর্তিটি থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এটি হিন্দুদের গণেশ দেবের মূর্তি। সাত ইঞ্চি আকারের পিতলের মূর্তিটি কালো রঙের। সামনের অংশ ভালো থাকলেও পেছনের অংশ ভাঙা রয়েছে।
বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় এটি জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ২টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
১ বছর আগে