দিনাজপুরের নবাবগঞ্জে গভীর নলকূপের পানির ড্রেন খননকালে একটি পিতলের গণেশ মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার শগুনখোলা মাঠে এ মূর্তিটি পাওয়া যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পঞ্চগড় সীমান্ত থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
তিনি জানান, বুধবার উপজেলার শগুনখোলা গ্রামের আবু তালেব তার জমিতে গভীর নলকূপের মাধ্যমে পানি দেয়ার জন্য ড্রেন খনন করছিলেন। এসময় তিনি মাটির নিচে একটি পিতলের মূর্তি দেখতে পান। পরে তিনি মূর্তিটি বাড়িতে নিয়ে আসেন।
তিনি জানান, এই খবর পেয়ে এদিন রাত ১২টার দিকে পুলিশ আবু তালেবের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে আবু তালেব মূর্তিটি তার হেফাজতে রাখার কথা স্বীকার করেন। এরপর পুলিশ মূর্তিটি থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, এটি হিন্দুদের গণেশ দেবের মূর্তি। সাত ইঞ্চি আকারের পিতলের মূর্তিটি কালো রঙের। সামনের অংশ ভালো থাকলেও পেছনের অংশ ভাঙা রয়েছে।
বর্তমানে মূর্তিটি থানায় রাখা হয়েছে। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় এটি জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: ধামইরহাটে ৩৫ কোটি টাকা মূল্যে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার