এমসিকিউ পরীক্ষা
এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ
এমবিবিএস (ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ (১০ মার্চ)।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমএন্ডডিসি) সূত্রে জানা গেছে, সারাদেশের ১৯টি কেন্দ্রে সকাল ১০টায় এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা শুরু হবে।
এ বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় ১১ হাজার ১২২টি আসনের জন্য মোট এক লাখ ৩৯ হাজার ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৭৪ হাজার ৯৫৩ জন এবং ছেলে ৬৪ হাজার ২৬৪ জন।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫৫ শতাংশের বেশি উত্তীর্ণ
পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত আধা ঘণ্টা আগে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে।
এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস বহন করতে পারবে না।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য স্বনামধন্য শিক্ষক ও চিকিৎসকদের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: এমবিবিএস ভর্তি পরীক্ষায় সবার ওপরে খুলনার মীম
১ বছর আগে