শাওমি
বিশ্বকাপ উপলক্ষে শাওমি নিয়ে এসেছে বড় পর্দার টিভি
জমে উঠেছে কাতার বিশ্বকাপ-২০২২। একটার পর ঘটনা আর অঘটনের স্বাক্ষী হচ্ছে বিশ্ববাসী। সবাই যার যার মতো করে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে বিশ্বকাপের এ উত্তেজনা উপভোগ করছেন। কেউ ঘরে বসে আবার কেউ বাইরে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ দেখছেন। বিশ্বকাপের মতো বড় আসর বড় পর্দায় দেখার মজাই আলাদা। তাইতো শেষ মুহুর্তে অনেকেই এখন বড় পর্দার স্মার্ট টিভি কেনার দিকে ঝুঁকছেন। এদের কথা চিন্তা করেই বাংলাদেশের বাজারে এসেছে শাওমির সর্বশেষ প্রযুক্তির স্মার্ট টিভি।
শাওমির অনুমোদিত পরিবেশক আমায়া নিয়ে এসেছে তিনটি মডেলের এ২ টিভি সিরিজ। শাওমি টিভি সিরিজের আকর্ষণীয় দিকগুলো হচ্ছে:
আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মুনাফায় মন্থর গতি
টিভি কেনার আগে আমাদের প্রথমেই মাথায় আসে টিভির সাইজের কথা। বেডরুমের দেয়ালের সাইজের সঙ্গে মিল রেখে অনেকেই টিভি কিনে থাকেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ৩২, ৪৩, ৫৫, ৬৫, ৭৫ ইঞ্চি এমন সাইজের হয়ে থাকে। শাওমির এ২ সিরিজের তিনটি টিভি ৩২, ৪৩ এবং ৫৫ ইঞ্চি সাইজের। এ তিনটি সাইজ সময়োপযোগী। সবস্থানেই সুন্দরভাবে ফিটিং করা যাবে।
স্মার্ট টিভির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজ্যুলেশন। এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ১০৮০পি, ৪কে ও ৮কে রেজ্যুলেশনের হয়ে থাকে। এরমধ্যে ৪কে টিভি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। শাওমির এ২ সিরিজের ৪৩ এবং ৫৫ ইঞ্চি টিভি ৪কে রেজ্যুলেশনের। সুতরাং পিকচার কোয়ালিটি নিয়ে কোন বাড়তি চিন্তা করতে হবে না।
টিভি দেখার ক্ষেত্রে সাউন্ড বা অডিও কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া চাই। ভালো সাউন্ড সুবিধার জন্য শাওমি টিভিতে ১০ ওয়াট স্পিকার সুবিধার সঙ্গে ডলবি অডিও এনহেন্সমেন্টে সুবিধা থাকছে। পাশাপাশি টিভি সিরিজটি এইডডিআর ১০ ও ডলবি ভিশন কনটেন্টস সাপোর্ট করবে। সবগুলো মডেলের টিভি মেটাল চেসিস ও বেজেল-লেস স্ক্রিনের।
আজকাল স্মার্ট টিভি হওয়ায় সবাই টিভিতে ইন্টারনেট সংযোগ দিতে চান। এ২ টিভি সিরিজ অ্যান্ড্রয়েড টিভি হওয়ায় এর সব মডেলেই ইন্টারনেট সংযোগ ও গুগল প্লে অ্যাকসেস সুবিধা থাকবে। ফলে ব্যবহারকারী তার সুবিধামতো অতিরিক্ত অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। থাকবে স্মার্ট বিল্ট ইন গুগল এ্যাসিসটেন্ট ও শাওমি হোম অ্যাপ। এর মাধ্যমে সকল শাওমি স্মার্ট হোম প্রোডাক্টস নিয়ন্ত্রণ করা যাবে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউব প্রি-ইনস্টল থাকবে।
ভাবছেন কিভাবে টিভির সঙ্গে অন্যান্য ডিভাইস কানেকশন দিবেন। এ২ সিরিজের টিভিগুলোতে দুর্দান্ত কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, তিনটি এইচডিএমআই ২.০ পোর্টস, দুটি ইউএসবি ২.০ টাইপ এ পোর্টস, একটি আরজে-৪৫ ইথারনেট জ্যাক, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং বেশ কিছু কম্পোজিট জ্যাক রয়েছে। সুতরাং সব ধরনের কানেকটিভির জন্য কোন চিন্তা করতে হবে না।
দাম: ৫৫ ইঞ্চির এ২ সিরিজের দাম পড়বে ৬৫,৯৯০ টাকা, ৪৩ ইঞ্চির দাম পড়বে ৪২,৯৯০ টাকা, এবং ৩২ ইঞ্চির দাম পড়বে ২৫,৯৯০ টাকা। শাওমির অনুমোদিত পরিবেশন আমায়া ছাড়া অনলাইন প্লাটফর্ম দারাজে পাওয়া যাচ্ছে সিরিজের টিভিগুলো।
আরও পড়ুন: দেশের বাজারে এলো দুর্দান্ত পারফরমেন্স ও সেরা দামের রিয়েলমি সি৩০
শিগগিরই দেশের বাজারে আসছে সাকিবের এক্সক্লুসিভ এস#৭৫ রঙ সম্বলিত অপো এফ২১এস প্রো
২ বছর আগে
শাওমির আকর্ষণীয় ঈদ অফার
ঈদের উৎসবমুখর পরিবেশকে আরও আনন্দময় করে তুলতে শাওমি বাংলাদেশ ঘোষণা করেছে স্মার্টফোন ও ট্যাব কেনায় আকর্ষণীয় ঈদ অফার ক্যাম্পেইন।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই ক্যাম্পেইন চলার সময় গ্রাহকরা শাওমির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও ট্যাব কিনে প্রতিদিন শাওমির ল্যাপটপ, নিশ্চিত ক্যাশব্যাক, ইএমআই সুবিধা, ডেটা ব্যান্ডেল প্যাক এবং শাওমি ইকো প্রোডাক্ট ও স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদের এই উৎসবমুখর সময়ে শাওমি বাংলাদেশ আগেই নিয়ে এসেছে ঈদের খুশি। এই ঈদ ক্যাম্পেইনে, শাওমির ফ্যানরা সেরা সব স্মার্টফোন ও ট্যাব কেনায় পাচ্ছেন আকর্ষণীয় অফার। তারা প্রতিদিন ল্যাপটপসহ নানা লোভনীয় উপহার জেতার সুযোগ পাচ্ছেন। এমনকি, নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে সুদবিহীন ইএমআই সুবিধা পাওয়া যাবে।’
ঈদ অফারটি ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এই অফার পেতে ক্রেতাদের অবশ্যই দেশের শাওমির অথরাইজড স্টোর থেকে নির্দিষ্ট ডিভাইস কিনতে হবে।
পড়ুন: দেশের বাজারে সনি আইএমএক্স৭০৯ সেলফি সেন্সর যুক্ত অপো’র এফ২১ প্রো উন্মোচন
সেপ্টেম্বরের মধ্যে থ্রি হুইলার গাড়ি আনছে রানার: আইসিটি প্রতিমন্ত্রী
২ বছর আগে
রেডমি ৯সি স্মার্টফোন ও মি স্মার্ট ব্যান্ড ৫ আনল শাওমি
দেশের বাজারে রেডমি ৯সি স্মার্টফোন ও মি স্মার্ট ব্যান্ড ৫ এনেছে শাওমি।
৪ বছর আগে
দেশের বাজারে শাওমি আনলো রেডমি ৯এ
গ্লোবাল টেকনোলজি জায়েন্ট শাওমি বৃহস্পতিবার দেশের বাজারে উন্মোচন করেছে নতুন ফোন ‘রেডমি ৯এ’।
৪ বছর আগে
রেডমি ৯: বাংলাদেশের বাজারে উন্মোচিত
গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন উন্মোচন করেছে।
৪ বছর আগে
কোভিড-১৯ যোদ্ধাদের বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা দিচ্ছে শাওমি
কোভিড-১৯ মোকাবিলায় দেশব্যাপী কাজ করা সম্মুখ যোদ্ধা সেনাবাহিনী, পুলিশ সদস্য এবং মেডিকেল ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের জন্য বিনামূল্যে বিক্রয়োত্তর সেবা প্রদান শুরু করছে মোবাইল ব্র্যান্ড শাওমি।
৪ বছর আগে
ল্যাপটপ ও স্মার্টফোন চার্জ দেয়া যাবে এক চার্জারেই!
শুধু স্মার্টফোনেই নয়, এবার চার্জারের ক্ষেত্রেও নতুন চমক নিয়ে এলো চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। বাজারে নতুন ইউএসবি টাইপ-সি চার্জার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি, যেটি ব্যবহার করে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেটে চার্জ দেয়া যাবে।
৪ বছর আগে
২০১৯ সালের সেরা ১০ স্মার্টফোন
বিগত কয়েক বছরের মতো ২০১৯ সালেও একের পর এক নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। বিভিন্ন মডেলের ফোনকে পাশাপাশি রেখে চলেছে এর ক্যামেরা, ব্যাটারি ও পারফর্মেন্সের চুলচেরা বিশ্লেষণ।
৫ বছর আগে
বাজারে নতুন অডিও ডিভাইস আনল শাওমি
বাংলাদেশের বাজারে নতুন দুটি অডিও ডিভাইস নিয়ে এসেছে শাওমি করপোরেশন।
৫ বছর আগে
রেডমি নোট ৮ প্রো: বাজেটের মধ্যে গেইমিং স্মার্টফোন
আপনি কি আপনার বাজেটের মধ্যে অত্যাধুনিক ক্যামেরা, ফিচারসহ গেইমিং স্মার্টফোন খুঁজছেন? আপনার উত্তর যদি হয় হ্যাঁ, তবে আপনি এখনি কিনে নিতে পারেন রেডমি নোট ৮ প্রো। নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্যে এরই মধ্যে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে আগস্ট মাসের শেষের দিকে বাজারে আসা এ স্মার্টফোনটি। এ সিরিজের অন্যান্য ফোনগুলো থেকে রেডমি নোট ৮ প্রোতে হার্ডওয়্যার ও অন্যান্য ফিচারগুলো আপডেট করা হয়েছে।
৫ বছর আগে