তেজকুনিপাড়া
রাজধানীর তেজকুনিপাড়া বস্তিতে আগুন
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: ২২ ঘণ্টা পর সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
তিনি জানান, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে বস্তির একটি ঝুপড়ি থেকে আগুনের সূত্রপাত হয় এবং আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
তিনি আরও জানান, আগুন নেভাতে মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত দুটি ইউনিট আসছে। আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: মানিকগঞ্জে শিক্ষা সফরের বাসে আগুন
ময়মনসিংহে যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আগুনে নিহত ৪, আহত ৭
১ বছর আগে