অস্বাভাবিক চোর
আওয়ামী লীগ ‘অস্বাভাবিক চোর’: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে ক্ষমতাসীন দলকে 'অস্বাভাবিক চোর' বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ‘তাদের (আ. লীগের) লক্ষ্য একটাই, চুরি করা। আমরা সাধারণত তাদের ভোট চোর বলি। তারা জাতীয় নির্বাচনে এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কারচুপি করে। ‘এখন তারা সুপ্রিম কোর্ট ও ঢাকা বারে ভোট কারচুপি করেছে। আসলে, তারা অস্বাভাবিক চোর।’
আরও পড়ুন: রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে সরকার: ফখরুল
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ চুরি ছাড়া কিছুই করে না। ‘তারা চুরি করে তাদের জীবিকা নির্বাহ করে এবং এটি তাদের পেশা এবং নেশা... তারা চুরির মাধ্যমে দেশের সম্পদও নষ্ট করেছে।’
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতাসীন দল ব্যাপক চুরি করে দেশের বিদ্যুৎ খাত ধ্বংস করেছে।
সুপ্রীম কোর্ট বার নির্বাচনের বিষয়ে ফখরুল বলেন, নির্বাচনের আগের রাতে (মঙ্গলবার রাতে) ভূয়া ও স্ট্যাম্পযুক্ত ব্যালট পেপার পাওয়ার পর সুপ্রিম কোর্টে তোলপাড় শুরু হয়। ‘তারা (আ.লীগপন্থী আইনজীবীরা) আমাদের সাতবারের নির্বাচিত সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারিকে (মাহবুবউদ্দিন খোকন) লাঞ্ছিত করে আহত করেছে।’
এ ঘটনায় খোকনসহ বিএনপিপন্থী এক হাজার আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিএনপি নেতা দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা এখন কোন দেশে বাস করি? এই দেশকে আমরা কোথায় নিয়ে এসেছি? এর জবাব জনগণের কাছে আওয়ামী লীগকে দিতে হবে। তারা এ দেশকে চরম ধ্বংসের দিকে নিয়ে গেছে। তারা আমাদের সকল সংস্কৃতি, ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করেছে। তারা আমাদের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে।’
বুধবার সকাল ১০টার দিকে এসসিবিএ নির্বাচনে দুই দিনের ভোটগ্রহণ শুরু হয়, কিন্তু কিছু বিএনপিপন্থী আইনজীবী একজন নিরপেক্ষ ব্যক্তির নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ দেখালে তা স্থগিত করা হয়।
জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘আমার রাজনীতির রোজনামচা’ বইয়ের উদ্বোধন উপলক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: সরকার আহমদিয়াদের ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দিল কেন ফখরুলের প্রশ্ন, এটিকে ‘বিতর্কিত’ বলেছেন
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ জামানত হারাবে: ফখরুল
১ বছর আগে