চতুর্থ শ্রেণি
সিলেটে সিএনজির চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে মাইশা নামে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুলতানপুর সড়কের তেলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিহত মাইশা চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং প্রবাসী রিপন মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মাইশা তার দাদার সঙ্গে বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হয়। হঠাৎ করে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এঘটনায় গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আরও পড়ুন: পাপুয়া নিউগিনিতে ভূমিধসে শতাধিক মৃত্যুর দাবি
এমপি আনোয়ারুলের মৃত্যুরহস্য উদঘাটনে দুই দেশ একসঙ্গে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী
৫ মাস আগে
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে ফতেপুর গ্রামের নিজ বাড়ি থেকে তালা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে ভুক্তভোগী শিশুর পিতা থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা করে।
আরও পড়ুন: গাইবান্ধায় দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ, ৩ জন গ্রেপ্তার
জানা গেছে, ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ কুমার দাশ গত ৭ মার্চ দুপুর ১২টার দিকে চতুর্থ শ্রেণিতে অধ্যয়নরত ভুক্তভোগী ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে তার হাত-পা টিপেয়ে নেন।
একপর্যায়ে কক্ষে আর কেউ না থাকার সুযোগে তিনি ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপিড়ন করেন। ঘটনার পর শিশুটি ভীতসন্ত্রস্ত্রভাবে বাড়িতে এসে অস্বাভাবিক আচরণ করতে থাকে।
এঘটনায় সন্দেহের একপর্যায়ে শিশুটির মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনাটি ফাঁস হয়। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেন শিশুটির পিতা। কিন্তু প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ না নেওয়ায় পরবর্তীতে শিশুটির পিতা তালা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও তালা থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) এম. এম. সেলিম জানান, শিশুটিকে যৌন নিপিড়নের অভিযোগ পাবার পর ঘটনার তদন্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর সংশোধিত ২০০৩ এর ১০ ধারায় মামলা (১০/২০২৪) রেকর্ড করা হয়েছে।
এছাড়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে ফতেপুর গ্রামের বাড়ি থেকে শিক্ষক সুভাষ দাশকে গ্রেপ্তার করা হয়। আটক শিক্ষককে শনিবার সকালে সাতক্ষীরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইষ্টম কুমার দাশ জানান, বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার আগেই শিক্ষক সুভাষ কুমার দাশকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১০ জেলে গ্রেপ্তার
মোবাইল চুরির অপবাদে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
৮ মাস আগে
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিহত
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর নিহত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি মান্দুলপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এসময় আহত হন তার চাচা ফজলুল হক ও মিমের ছোট ভাই মুস্তাকিম।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সুমাইয়া আকতার মিম (১০) একই এলাকার মনসুর আলীর মেয়ে এবং বুড়াবুড়ি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে মিম তার চাচা ফজলুল হকের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এসময় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী মিমের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ঘাতক ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
১ বছর আগে