ঋন
ঋণ থেকে মুক্তি পেতে কচুয়ায় যুবকের আত্মহত্যা
ঋণগ্রস্থ হওয়ার কারণে চাঁদপুরের কচুয়ায় বিয়ের সাতদিনের মাথায় এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৫ মার্চ) উপজেলার নাহারা গ্রামের পূর্বপাড়া মতিলাল সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুরের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর ‘আত্মহত্যা’
নিহত যুবক প্রকাশ চন্দ্র সরকার (২৭) দুইমাস পূর্বে ওমান থেকে দেশে ফিরে আসেন এবং ৯র্মাচ দাউদকান্দি বুরবুড়িয়া গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
কোন বিকল্প পথ না পেয়ে তিনি এ পথ বেছে নেন বলে আশপাশের সবার ধারণা।
নিহতের বাবা নিরঞ্জন সরকার ও ভাই সজল সরকার বলেন, প্রকাশ চন্দ্র সরকার কিছু দিন আগে নতুন বিয়ে করেন। মঙ্গলবার তার শ্বশুর বাড়িতে আমরা স্ব-পরিবারে বেড়াতে যাই এবং রাতে নিজ বাড়িতে ফিরে এসে খাওয়া-ধাওয়া করে সকলে ঘুমিয়ে পড়ি।
তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তার কারণ জানেননি পরিবারের সদস্যরা এবং কারো প্রতি কোনো অভিযোগ নেই বলেও জানান।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: বিষ খেয়ে রাবি শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
রাজশাহীতে বিষপানে স্বামী-স্ত্রীর 'আত্মহত্যা'
১ বছর আগে