ভ্যানযাত্রী
বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) বাগেরহাট জেলার মোল্লাহাটে কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে আলাদা দুইটি গাড়ির চাপায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খাঁর ছেলে মো. আনোয়ার (৩৫)।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় ভাই-বোনের মৃত্যু, আহত ৫
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেল আরোহী আসাদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার ২০০ গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে একটি বাসচাপায় আনোয়ার নামের এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়।
মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো. শরিফ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত ভ্যানটি দেখতে পাই। আর সড়কের মাঝে একটি লাশ পড়ে ছিল। আমরা লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি।’
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
৪ মাস আগে
সিরাজগঞ্জে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত
বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসেরচাপায় ভ্যানের যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে মহাসড়কটির ভুইয়াগাঁতী কামারপাড়া ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (২৮) বেলকুচি উপজেলার বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর ও অপর দু’জন ব্যাটারিচালিত একটি ভ্যানে চড়ে যাচ্ছিলেন।
আরও পড়ুন: বগুড়ায় বাসচাপায় শিশুসহ ৫ জন নিহত
বৃহস্পতিবার রাত ৯টার দিকে মহাসড়কের উল্লেখিত স্থানে একতা পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের চাপা দিলে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যায়।
তবে ভ্যানের অন্য যাত্রীরা অক্ষত রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং বাসটি জব্দ করে।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: নড়াইলে বাসচাপায় নারীর মৃত্যু
১ বছর আগে