শিশু ও তরুণী
ময়মনসিংহে শিশু ও তরুণীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদরাসা পড়ুয়া এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা এবং নগরীর রেস্ট হাউজে এক তরুণীর গলা কেটে হত্যা মামলায় এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ডিবি পুলিশের একটি দল সীমান্তবর্তী ধোবাউড়া ও কোতোয়ালি মডেল থানার পুলিশ মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার কলসিন্দুর গ্রামের ইস্রারাফিল আলীর ছেলে ইউসুফ আলী (২০) ও নাম প্রকাশ না করা এক কিশোর। গলা কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় মুন্সিগঞ্জের গজারিয়ার রাকিবুল ইসলাম (২৩)।
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহমেদ ভুঞা।
আরও পড়ুন: রাজশাহীতে অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে গ্রেপ্তার ২
পুলিশ সুপার জানায়, গত ১৮ মার্চ ধোবাউড়ার কলসিন্দুর গ্রামের মাদরাসা পড়ুয়া এক শিশুকে (১১) বাড়ি থেকে তুলে নিয়ে নেতাই নদীর তীরে একটি কলা বাগানে সংঘবদ্ধ ধর্ষণ করে একটি চক্র। ধর্ষণ শেষে গলায় উড়না পেঁচিয়ে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। ঘটনার পরদিন শিশুটির বাবা ধোবাউড়া থানায় একটি মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
অপরদিকে একইদিনে নগরীর একটি রেস্ট হাউজ থেকে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত রাকিবুল ইসলামকে (২৩) মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ।
পুলিশ সুপার জানায়, অভিযুক্ত রাকিবুল তাকে সঙ্গ দেয়ার জন্য মিরপুর থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে অজ্ঞাত তরুণীকে ভাড়া করে ময়মনসিংহে নিয়ে আসে। পরে ময়মনসিংহের ছোট বাজার এলাকায় নিরালা রেস্ট হাউজ নামে একটি আবাসিক হোটেলে উঠে। হোটেলে উঠার পর ওই তরুণীকে পাঁচ হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা দিতে চাইলে তাদের মধ্যে বিরোধ বাধে।
এক পর্যায়ে রাকিবুল হোটেলে নিচে নেমে এসে একশ’ টাকায় একটি ছুরি ক্রয় করে। হোটেলে ফিরে তরুণীকে জবাই করে হত্যা করে রুমে তালা দিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ ও মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে রাকিবুলকে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও ১৩ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
১ বছর আগে