সুড়ঙ্গ
প্রেক্ষাগৃহে দর্শকে মাতিয়ে এবার চরকিতে ‘সুড়ঙ্গ’
তুমুল জনপ্রিয় ‘সুড়ঙ্গ’ এবার চরকিতে আসছে নতুন ভার্সনে। যেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেট ডিরেকটরস কাট। যা সিনেমা হলের দর্শকের জন্য নতুন উপহার আর ওটিটির দর্শকের জন্য বাড়তি পাওয়া।
দেশ-বিদেশে সিনেমা হল জয় করা এই নতুন ভার্সনের ‘সুড়ঙ্গ’ আগামী ২৪ আগস্ট রাত ৮টা দেখা যাবে চরকিতে।
এই ঈদুল আজহায় অর্থাৎ, গত ২৯ জুন সিনেমা হলে মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর।
‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন- অভিনেত্রী তমা মির্জা, মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ আরও অনেকেই।
সেইসঙ্গে একটি আইটেম সং-এ নুসরাত ফারিয়ার উপস্থিতি দর্শককে আরও আকর্ষিত করেছে।
আফরান নিশো তার প্রথম সিনেমা দিয়েই যে ছক্কা হাঁকিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। ‘সুড়ঙ্গ’ যে এই বছরের অন্যতম আলোচিত সিনেমা হবে তা আগেই থেকেই জানান দিচ্ছিল দর্শক। মুক্তির পর সেই দর্শকই যেনো প্রমাণ দিলো যে ‘সুড়ঙ্গ’-ই সেরা।
সেই ‘সুড়ঙ্গ’ পাওয়ারড বাই পেপসি ও পেমেন্ট পার্টনার বিকাশ আর কিছুদিনের মধ্যেই চরকিতে দেখবে দর্শক।
আরও পড়ুন: নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
চরকিতে সিনেমা মুক্তির প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘আমরা সবাই খুব ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে সিনেমাটা করেছি। সেটার প্রতিফলন দর্শক প্রেক্ষাগৃহে দেখেছেন। সেইসঙ্গে দর্শক সিনেমা ও আমাদের কাজ ভালোবেসে আমাদেরকে উচ্ছ্বসিত করেছে। এবার সুড়ঙ্গ মুক্তি পাবে চরকিতে। যারা নানান কারণে হয়তো হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেন নাই তারা এখন চরকিতেসুড়ঙ্গ দেখে ফেলুন।’
অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘চরকি আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। সুড়ঙ্গ আমার জন্য খুব বড় একটি কাজ ছিল। সব মিলিয়ে আমাদের পরিশ্রম দর্শক বিফলে যেতে দেয়নি। আমরা সবাই এখন খুব এক্সসাইটেড যে চরকিতে আসবে সুড়ঙ্গ। বিশ্বব্যাপী মানুষ চরকির মাধ্যমে সুড়ঙ্গ দেখবে ভেবেই আনন্দ লাগছে।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘দেশ ও দেশের সীমানা পেরিয়ে সবখানে সুড়ঙ্গ যে ব্লকবাস্টার আর এতো প্রশংসিত-আলোচিত হয়েছে তা সব দর্শকদের জন্যই। আমরা আমাদের চেষ্টা করে গেছি যেটা বৃথা যায়নি বলতেই পারি। দর্শক যেভাবে হলে গিয়ে সুড়ঙ্গ দেখেছেন এখন আশা করছি, চরকি একাউন্ট নিয়ে সুড়ঙ্গ দেখবেন।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘সুড়ঙ্গ সিনেমা হলে পেয়েছে দর্শক প্রিয়তা, হয়েছে ব্লকবাস্টার। কিন্তু সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর দর্শক এখনও সুড়ঙ্গ দেখার অপেক্ষায়। এবার চরকির মাধ্যমে সেই দর্শকদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সুড়ঙ্গ আরও বড় পরিসরে আসছে চরকিতে।’
আরও পড়ুন: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
১ বছর আগে
‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসির অভিযোগে গ্রেপ্তার ২
'সুড়ঙ্গ' সিনেমা পাইরেসি করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৯ জুলাই) বিকালে ডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম।
আরও পড়ুন: নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
৬ জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) ডিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন- চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজ এর পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করেছেন। সুড়ঙ্গ নিয়ে দর্শকের এখনও আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ঙ্কর অপরাধ। আমরা যারা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তারা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা (পাইরেসি) শুধু আইনগতভাবেই অপরাধ নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে এর মাধ্যমে। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এরকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
আরও পড়ুন: হইচইতে ১৭ আগস্ট আসছে নিশোর ‘সাড়ে ষোল’
১ বছর আগে
নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
ঈদুল আযহায় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা 'সুড়ঙ্গ'। রায়হান রাফির পরিচালনায় এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সঙ্গে জুটি বাঁধেন তমা মির্জা।
বাংলাদেশে ব্যাপক সফলতার পর আমেরিকাতেও বাঙালিদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে 'সুড়ঙ্গ'।
সুখবরটি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রাফি জানান, যুক্তরাষ্ট্রে সিনেমা প্রেমীদের প্রশংসার জোয়ারে ভাসছে 'সুড়ঙ্গ'।
আরও পড়ুন: সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’
নিউইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় প্রিমিয়ার শো শেষে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকরা।
দেশের বাইরে বিভিন্ন প্রেক্ষাগৃহে একযোগে চলার পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের ৩১টি হলে মুক্তি পায় রায়হান রাফি নির্মিত সিনেমা 'সুড়ঙ্গ'। আগামী ২৮শে জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার আরও মোট ১০৮টি হলে মুক্তি পাবে সিনেমাটি।২১ তারিখ জামাইকা মাল্টিপ্লক্সে মুক্তি পায় 'সুড়ঙ্গ'।সেখানে ২৫ তারিখের শো পর্যন্ত হাউজফুল যায়। রাফি তার আরেক পোস্টে এই তথ্যও তুলে ধরেন।
আরও পড়ুন: দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
১ বছর আগে
দর্শক আগ্রহে এগিয়ে ‘সুড়ঙ্গ’, ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’
এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। সেই তালিকার নামগুলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘ক্যাসিনো’ ও ‘লাল শাড়ি’। এরমধ্যে প্রথম তিনটি সিনেমা তুলনামূলক দর্শকদের আগ্রহে এগিয়ে থাকলেও অন্যগুলোও নিজ গুণে এগিয়ে যাচ্ছে।
তবে সব কিছুর চেয়ে ঈদে যে এখন হলে দর্শকের ভীড় বাড়ছে এটিই সবচেয়ে ইতিবাচক দিক।
যদিও মাল্টিপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনের করুণ অবস্থার সমাধান নিয়ে কোনো সম্ভাবনা এখনও তৈরি হয়নি। তবে এরমধ্য দিয়েই ঈদে বাংলা সিনেমা মুক্তি নিয়ে যে বাড়তি উন্মাদনার সৃষ্টি হয়েছে তা প্রশংসনীয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিবারের মতো এই ঈদেও শাকিব খানের সিনেমা পেয়েছে সর্বোচ্চ ১০৫টি হল। ‘প্রিয়তমা’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। আর শাকিব খানের বিপরীতে রয়েছে কলকাতার নায়িকা ইধিকা পাল।
মুক্তির পর থেকেই বেশ আলোচনায় রয়েছে ‘প্রিয়তমা’। শাকিব খানের নতুন লুক ও অ্যাকশন প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশি সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
অন্যদিকে আফরান নিশো বড়পর্দায় অভিষেকটা যেমন হয়েছে, সেটিই যেন তার প্রাপ্য ছিল। কারণ ছোটপর্দায় শীর্ষ জনপ্রিয় একজন অভিনেতার বড়পর্দায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকের গ্রহণযোগ্যতা। আর সেই পরীক্ষা হয়তো উতরে যাচ্ছেন নিশো। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
রায়হান রাফির পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। নিজের প্রথম সিনেমাটি দর্শকদের সঙ্গে হলে বসে দেখেছেন নিশো। তবে সেটি লুকিয়ে।
‘সুড়ঙ্গ’ প্রদর্শনীর সময় দর্শকদের মনোযোগে যেন বিঘ্ন না ঘটে তাই লুকিয়ে ছিলেন নিশো। কিন্তু সিনেমা শেষে ঠিকই সবার সামনে আসেন এই তারকা।
গণমাধ্যমে নিশো বলেন, ‘ঈদের দিন দুটি হলে আমার সিনেমাটি দেখতে গিয়েছে। দর্শকের যেমন উন্মাদনা দেখেছে তাতে আমি মুগ্ধ। প্রথম সিনেমায় যেটুকু পাচ্ছি তার আমার জন্য অনেক।’
আরও পড়ুন: ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
অন্যদিকে ‘প্রহেলিকা’ সিনেমার টিমকে দেখা যাচ্ছে বিভিন্ন হলে। চয়নিকা চৌধুরীর পরিচালনা এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরলেন মাহফুজ আহমেদ। এছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন শবনম বুবলি ও নাসির উদ্দিন খান।
বুবলি ইউএনবিকে বলেন, ‘আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দুটিতে পুরোপুরি ভিন্ন চরিত্রে আমাকে দেখা যাবে। দর্শকদের সাড়া এখন পর্যন্ত মুগ্ধ। বিভিন্ন সিনেমা হলে যাচ্ছি। দর্শকদের প্রতিক্রিয়া সামনে থেকে দেখার চেয়ে আনন্দের কিছু হতে পারে না।’
এছাড়া ‘ক্যাসিনো’ সিনেমায় নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেছেন বুবলি। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
অপু বিশ্বাস প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন এবার ঈদে। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ শিরোনামে সিনেমাটিতে প্রযোজনার পাশাপাশি নায়িকার চরিত্রের রয়েছেন তিনি। তার বিপরীতে রয়েছেন সায়মন সাদিক। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
১ বছর আগে
ঈদ সিনেমা: আলোচনা বড় শক্তি
শোবিজ জগতে বাংলা সিনেমা আলোচনার দ্বিতীয় সাড়িতে ছিল বহুদিন। অশ্লীলতার সময় পেরিয়ে ঢালিউডে খুব বেশিদিন সুবাতাস বয়নি। এ যেন এক ঘুনে খাওয়া অবস্থা। আর ঈদে বাংলা সিনেমার চেয়ে টিভি নাটক নিয়েই গণমাধ্যমের পাতায় বেশি খবর ও আলোচনা প্রকাশ পেত।
সেই সময়টা ঘুরেছে। এখন ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকছে বাংলা সিনেমা। এমনকি ঈদের দুই-তিন মাস পর্যন্ত তা স্থায়ী হচ্ছে। তাই বলা যায় শুধু আলোচনা নয়, এরসঙ্গে ব্যবসার দিক থেকে নতুন দিগন্তে ফিরছে ঢালিউড ইন্ডাস্ট্রি।
কয়েকদিন আগে পর্যন্তও চিত্রনায়ক শাকিব খান পুরো ইন্ডাস্ট্রির একমাত্র শক্ত খুঁটি ছিল। এই সময়ে অনেকে নায়কের সাড়িতে থাকলেও, ঠিক যেন কিছু হয়ে উঠছিল না।
তবে গত বছর থেকে ঢালিউডের চেহাড়া পাল্টে দিল তরুণ কয়েকজন নির্মাতা। সেই তালিকায় রয়েছেন- মেজবাউর রহমান সুমন, রায়হান রাফি, তপু খানসহ আরও কয়েকজন।
এরমধ্য দিয় ঢালিউডে একটি বিষয় ফিরে এলো যে নির্মাতা হলো ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এই অভাবটা ইন্ডাস্ট্রিতে ছিল বহুদিন। এরসঙ্গে ঈদ উৎসবে সিনেমার প্রভাবও বেড়ে গেল। দর্শক হলমুখি হওয়া শুরু করলো। এরপর যেটা প্রয়োজন ছিল সেটি নিয়মিত থাকা।
এ বছরের রোজার ঈদ আর আসন্ন কোরবানি ঈদ সেই ধারাবাহিকতা এখন ঠিকঠাক।
আরও পড়ুন: ঈদুল আজহার বাংলাদেশী সিনেমা ২০২৩: ওটিটি ও হলে মুক্তি পাচ্ছে যে সিনেমাগুলো
আগামীকাল ঈদুল আযহা। এ দিন মুক্তি পেতে যাচ্ছে পাঁচটি সিনমা। সেগুলো হলো- ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’।
হল বুকিংয়ের দিক থেক শাকিব খানের সিনেমা বরাবরই এগিয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।‘প্রিয়তমা’র পরিচালক হিমেল আশরাফ জানিয়েছেন ১০৭টি হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা প্রযোজনা করেছেন আরশাদ আদনান। কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।এতে আরও অভিনয় করছেন- কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
এবার ঈদে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে আফরান নিশোর। ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় এই তারকার সিনেমায় আগমনকে ইন্ডাস্ট্রির জন্য বেশ ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফির পরিচালনায় ঈদে মুক্তি পাচ্ছে তার ‘সুড়ঙ্গ’। এরইমধ্যে ৩০টির মতো হল বুকিং হয়েছে।রাফি জানান, পরবর্তীতে তা আরও বাড়নো হবে।
আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’তে অভিনয় করেছেন তমা মির্জা। ঈদের পর কলকাতায় মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন: ৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
এবার ঈদের আরও একটি চমক হলেন মাহফুজ আহমেদ। দীর্ঘদিন পর্দার বাইরে থাকা এই তারকা ফিরছেন ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে। চয়নিকা চৌধুরীর নির্মাণে এতে মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি।পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
এবার ঈদে চিত্রনায়িকা অপু বিশ্বাসের অভিষেক হচ্ছে প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পাবে তার। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির নায়িকা অপু বিশ্বাস।
‘লাল শাড়ি’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপুর সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সায়মন সাদিক।
রোজার ঈদের পর এবারের ঈদেও মুক্তি পাচ্ছে নির্মাতা সৈকত নাসিরের সিনেমা। ‘ক্যাসিনো’ শিরোনামে এই সিনেমায় জুটি বেঁধেছেন নিরব হোসেন ও শবনম বুবলি।
এছাড়াও ‘ক্যাসিনো’তে অভিনয় করেছেন তাসকিন রহমান, দোয়েল ম্যাশ প্রমুখ।
সিনেমার লাভ-লোকসানের হিসেবটা যাই হোক প্রতিটি সিনেমাই আগামীর দর্শক তৈরি করে যাবে বলে বিশ্বাস করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: ঈদ-উল-আজহার বাংলা নাটক ২০২৩: যে নাটকগুলো দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
১ বছর আগে
৩০ হলে দেখা যাবে ‘সুড়ঙ্গ’
ঈদ উল আযহায় মুক্তি পেতে যাওয়া আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। প্রথমবারের মতো চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী। এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে হালের ক্রেজ দাপুটে অভিনেতা আফরান নিশোর। তার সঙ্গে সিনেমায় থাকছেন অভিনেত্রী তমা মির্জা।
সোমবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে হয়ে গেলো ‘সুড়ঙ্গ’র সংবাদ সম্মেলন।
যেখানে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক রায়হান রাফী, অভিনেতা আফরান নিশো, তমা মির্জা, আলফা আই স্টুডিওজ লি: -এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, চিফ অপারেটিং অফিসার সন্দ্বীপ শ্রীবাস্তব, চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জী। এরপর একে একে সাংবাদিকদের নানান প্রশ্নে উত্তর দেন তারা।
আরও পড়ুন: ঈদ আনন্দ বাড়িয়ে দেবে ক্যাসিনো: নিরব
আলফা আই স্টুডিওজ লি. -এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আলফা আই লাস্ট ১৫ বছর ধরে চেষ্টা করেছে দর্শকে সব সময় ভালো ও নতুন কিছু উপহার দেওয়ার জন্য। চরকিও দর্শকদের অন্যরকমের কনটেন্ট উপহার দিয়ে যাচ্ছে। সুড়ঙ্গ সিনেমার মধ্য দিয়ে অনেকগুলো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো এত সহজ না, সেটা রাফী পেরেছে বা পারে। তমা মির্জা আমার অসম্ভব প্রিয় অভিনেত্রী। সে বার বার নিজেকে প্রমাণ দিয়েছেন। নিশোর সঙ্গে আমার বহুদিনের পরিচয়, দীর্ঘ যাত্রা আমাদের। অনেক ইমোশন জড়িয়েছে এই সিনেমাটির সঙ্গে। এখন মাত্র আর কয়েকদিনের অপেক্ষা।’
অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘সিনেমা হলের জন্য চরকি এই প্রথম এত বড় উদ্যেগ নিয়েছে। ওটিটি আর সিনেমা হল একে অপরের যে প্রতিদ্বন্দী না সেটাই আমরা বোঝাতে চেয়েছি। দর্শক যদি সুড়ঙ্গ পছন্দ করে তবে তা বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রিরই কল্যাণ হবে।’
বাংলাদেশে প্রথম সপ্তাহে প্রায় ৩০টি হল পেয়েছে ‘সুড়ঙ্গ’। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুন: আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের 'প্রিয়তমা'
চলচ্চিত্রে এবার যারা সরকারি অনুদান পেলেন
১ বছর আগে
যে পরিশ্রম করছি দর্শক তা পর্দায় দেখতে পাবে: নিশো
বাংলা সিনেমায় আফরান নিশোর অভিষেক হতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’ দিয়ে। ছোটপর্দায় তার ব্যাপক জনপ্রিয়তার সুফল যে তিনি বড়পর্দায় পাবেন তা ভক্তদের আগ্রহ প্রমাণ করে। তবে সিনেমাটি মুক্তির খবর পেতে আরও অপেক্ষা করতে হবে। কারণ এখনও শুটিং নিয়েই ব্যস্ত ‘সুড়ঙ্গ’ সংশ্লিষ্ট সবাই।
‘সুড়ঙ্গ’ পরিচালনা করছেন রায়হান রাফি। মার্চের প্রথম সপ্তাহের দিকেই শুরু শুটিং হয়েছে। এতে নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
প্রথম সিনেমায় কাজ করার চলমান অভিজ্ঞতা নিয়ে নিশো ইউএনবিকে বলেন, ‘প্রথম সব কাজের অভিজ্ঞতা ভিন্ন থাকে। আর সেটি সিনেমা হলে তো অনেক কিছুই নতুন করে বুঝে কাজ করতে হচ্ছে। সিলেট সুনামগঞ্জের দুর্গম এলাকায় শুটিং করেছি। সবার থাকা খাওয়ার কষ্ট হয়েছে। তবে সেগুলোর কোনো ছাপ পর্দায় পড়তে দেননি সিনেমার পরিচালক।’
নিশো আরও বলেন, ‘রাফির সঙ্গে এইটা আমার প্রথম কাজ। আমি সব সময় চেষ্টা করি পরিচালকের সঙ্গে আরাম করে কাজ করতে। এজন্য আমরা অনেক আলোচনা করে জেনে-বুঝে কাজটা করেছি। যে পরিশ্রম করছি সেটা দর্শক পর্দায় তা দেখতে পাবে।’
আরও পড়ুন: দারাজের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নিশো ও মেহজাবীন
আফরান নিশোর প্রথম সিনেমার মহরত
১ বছর আগে