'সুড়ঙ্গ' সিনেমা পাইরেসি করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২৯ জুলাই) বিকালে ডিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে পাইরেসি নিয়ে অভিযোগ করতে রাজধানীর ডিবি কার্যালয়ে যান পরিচালক রায়হান রাফী, আফরান নিশো, তমা মির্জাসহ ‘সুড়ঙ্গ’ টিম।
আরও পড়ুন: নিউইয়র্ক মাতাচ্ছে 'সুড়ঙ্গ'
৬ জনের নামে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনামুল কবীর ও মনির শেখ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ জুলাই) ডিবি কার্যালয়ে উপস্থিত ছিলেন- চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, আলফা আই স্টুডিওজ এর পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জা।
এ বিষয়ে শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেন, ‘প্রশাসনকে ধন্যবাদ। তারা এত দ্রুত সময়ের মধ্যে আমাদের অভিযোগ আমলে নিয়ে সেটা নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ ধন্যবাদ হারুন অর রশিদকে। তিনি খুবই আন্তরিকতার সঙ্গে আমাদের বিষয়টি সমাধান করেছেন। সুড়ঙ্গ নিয়ে দর্শকের এখনও আগ্রহ তুঙ্গে। বাংলা সিনেমার জয়রথ চলতে থাকুক।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘পাইরেসি একটা ভয়ঙ্কর অপরাধ। আমরা যারা সিনেমার সঙ্গে সম্পৃক্ত তারা এই অপরাধের বিরুদ্ধে সোচ্চার। এটা (পাইরেসি) শুধু আইনগতভাবেই অপরাধ নয়, সাংস্কৃতিক আন্দোলনের বিরুদ্ধেও ব্যাপক আগ্রাসন সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে এর মাধ্যমে। তবে আজকে প্রশাসন যে অ্যাকশন নিয়েছে তা আসলে উদাহরণ হয়ে থাকবে। আর ইন্ডাস্ট্রির জন্যও এরকম পদক্ষেপ সুদিন ফিরিয়ে আনবে।’
আরও পড়ুন: হইচইতে ১৭ আগস্ট আসছে নিশোর ‘সাড়ে ষোল’