চলন্ত মোটরসাইকেল
কুড়িগ্রামে চলন্ত মোটরসাইকেলে বিষাক্ত সাপ, প্রাণে বাঁচল চালক
কুড়িগ্রামে এক এনজিও কর্মী তার ব্যবহৃত মোটরসাইকেলে চলন্ত অবস্থায় একটি বিষাক্ত সাপের কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটি দাঁড় করিয়ে প্রাণে বেঁচে যান তিনি। রবিবার (২৬ মার্চ) দুপুরে কুড়িগ্রাম শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আরডিআরএস কর্মী লুৎফর রহমান এবং তার নারী সহকর্মী কাঁঠালবাড়ি ইউনিয়নের অফিস থেকে মোটরসাইকেলে করে শহরে আসছিলেন। শহরের পৌরবাজার পার হয়ে কলেজ মোড় যাওয়ার সময় দেখেন মোটরসাইকেলের সামনের মিটারের ওপর একটি বিষাক্ত সাপ ফণা তুলে আছে।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
পরে তিনি কৌশলে মোটরসাইকেলটি দাঁড় করালে সাপটি গাড়ির ভিতরে ঢুকে যায়। তাৎক্ষণিক কলেজ মোড় এলাকার একটি দোকানে গাড়িটি নিলে প্রায় এক ঘন্টার চেষ্টায় মোটরসাইকেল মেকানিক দিয়ে খুলে সাপটি বের করা হয়।
আরডিআরএস দাশের হাট শাখার ম্যানেজার মারুফা আক্তার বলেন, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সব সময় কাজ করতে হয়। এতবড় ঝুঁকিতে পড়তে হবে স্বপ্নেও ভাবিনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেছি।
কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পারলাম। কোনো কারণে সাপটি গাড়ির ভিতরে ঢুকতেই পারে। তবে সাপটিকে না দেখে বিস্তারিত বলতে পারছি না।
আরও পড়ুন: নড়াইলে সাপের ঝাপাং খেলা
শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
১ বছর আগে