প্রতিবন্ধী যুবক
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলামিন হোসেন (২৯) নামে প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস শুক্রবার (২৮ জুন) সাড়ে ১১ টার দিকে ছোটদুধপাতিলা রেলগেটে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিযাত্রী নিহত
প্রতিবন্ধী যুবক আলামিন হোসেন দর্শনা থানা এলাকার ডিহি কৃষ্ণপুর ডাক্তার পারার ঝন্টু আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, আলামিন সকালে ছোটদুধপাতিলা অরক্ষিত রেলগেট পার হচ্ছিলেন। সে সময় মৈত্রী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার পুলিশ ও দর্শনা রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের সুরতহাল রিপোর্ট করে দর্শনা রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
দর্শনা হল্ট স্টেশন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ মাস আগে
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে সোমবার সকালে ‘কাঞ্চন এক্সপ্রেস’- ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।
নিহত রশিদুল ইসলাম (১৯) চিরিরবন্দরের নবীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দিনাজপুরের রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুবেল জানান, সকালে রেললাইনের ওপর দিয়ে হাটার সময় পঞ্চগড়গামী ‘কাঞ্চন এক্সপ্রেস’-এর নিচে কাটা পড়ে রশিদুল ইসলাম দুর্ঘটনাস্থলে নিহত হয়েছেন।
তিনি আরও জানান, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
আরও পড়ুন: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নৈশপ্রহরীর মৃত্যু
১ বছর আগে