চান্দিনা
কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে চালকসহ নিহত ৩
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে প্রাইভেটকার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।
তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
আরও পড়ুন: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ বলেন, ‘ট্রাস্ট ইনস্যুরেন্স লাইফ কোম্পানির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মাধাইয়ার নাওতলা এলাকায় মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। এছাড়া একজন আহত হন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।’
আরও পড়ুন: সাতক্ষীরায় পিকআপের চাপায় নারী শ্রমিক নিহত
কুমিল্লায় মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও শিশু নিহত
৪ মাস আগে
চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার(২০ মে) উপজেলার চান্দিনা-রামমোহন সড়কের উদালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৬) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩২)।
আরও পড়ুন: যশোরে ইটবোঝাই ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, সকাল ৬টা থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল।
পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই মারা যান।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।
আরও পড়ুন: আড়াইহাজারে ট্রাকচাপায় বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু
৭ মাস আগে
চান্দিনায় মহিচাইল ২০ শয্যা হাসপাতালের অন্তঃবিভাগের উদ্বোধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কুমিল্লার চান্দিনার ‘মহিচাইল ২০ শয্যা হাসপাতাল’ এর অন্তঃবিভাগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালিক এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি।
আরও পড়ুন: ফ্রাঙ্কফুর্ট ৭৩তম আন্তর্জাতিক বইমেলা: বাংলাদেশ স্টলের উদ্বোধন
তিনি বলেন, এছাড়া করোনা মোকাবিলায়ও আমাদের ভূমিকা উল্লেখযোগ্য। সবাইকে সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।
কুমিল্লা চান্দিনা-৭ আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
২ বছর আগে
কুমিল্লায় ভারতের দেয়া লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
কুমিল্লায় ভারত সরকার ও জনগণের উপহার দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে জেলার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্ত।
আরও পড়ুন: ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর ভারতের
বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় উল্লেখ করে ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ বলেন, কোভিড-১৯ প্রতিরোধসহ জনকল্যাণে অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছে।
বাংলাদেশে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্য খাতে ভারত সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং তা আগামী দিনেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ভারতের উপহার ৩০ অ্যাম্বুলেন্স পেট্রাপোল বন্দরে
২ বছর আগে
কুমিল্লায় ২০টি স্বর্ণের বার জব্দ, আটক ১
জেলার চান্দিনায় ২০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাড়িরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।
আটক মাহমুদুল হক (৪২) চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোটবারকোনা গ্রামের আব্দুল সবুরের ছেলে।
প্রতিটি বারের ওজন প্রায় ১০ ভরি। সেই হিসাব মতে ২০টি বারে সোয়া দুই কেজি বা ২শ ভরি স্বর্ণ পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। কচটেপে মুড়িয়ে বিশেষ কৌশলে জুতার ভিতরে করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল চোরাকারবারি।
পুলিশ জানায়, চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নোমান হোসেনের নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটির গতিরোধ করার সাথে সাথে বাস থেকে নেমে যায় ওই চোরাকারবারি। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার ভিতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১২ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
চাঁদপুরে ট্রেন থেকে সোয়া কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ১
৩ বছর আগে
কর্মকর্তা-কর্মচারীদের অচেতন করে কৃষি ব্যাংক লুটের চেষ্টা
কুমিল্লার চান্দিনায় কৃষি ব্যাংকের একটি শাখার চারজন কর্মকর্তা-কর্মচারীকে অচেতন করে ব্যাংকটি লুটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
৩ বছর আগে
চান্দিনায় অবিস্ফোরিত ৫টি মর্টার শেল উদ্ধার
কুমিল্লার চান্দিনায় নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে সোমবার অবিস্ফোরিত ৫টি মর্টার শেল পাওয়া গেছে।
৩ বছর আগে
কুমিল্লায় সড়কে প্রাণ গেল ২ জনের
জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার দুপুরে দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
৩ বছর আগে
কুমিল্লার চান্দিনায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
কুমিল্লা চান্দিনা উপজেলায় সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্তজোড়া ফসলের মাঠ। চলতি মৌসুমে কুমিল্লার চান্দিনা উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ করা হয়েছে। দিন দিন এ রবিশষ্য চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
৪ বছর আগে