বাঘারপাড়া
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু
যশোরের বাঘারপাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তৌহিদুল ইসলাম (৪২) ও রুহুল আমিন (৩৮)। তারা একই গ্রামের মৃত খেলাফত মোল্লার ছেলে।
আরও পড়ুন: ভারতের পশ্চিমবঙ্গে ভ্যানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১০
তৌহিদুলের ভায়রা ভাই জিল্লুর রহমান জানান, রুহুল আমিন গরুর জন্য মেশিনে বিচালি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার চিৎকার শুনে তৌহিদুল ইসলাম দৌড়ে মেশিন সরাতে গেলেও তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, তাদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
২ বছর আগে
যশোরে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
যশোরের বাঘারপাড়ায় একসাথে পুকুরে গোসল করতে নেমে তিন শিশু মারা গেছে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো-দক্ষিণ শ্রীরামপুরের হারুন মোল্যার মেয়ে তমা (৮), কামরুল ইসলামের মেয়ে সুমাইয়া (৮) এবং সাঈদ মোল্যার ছেলে হোসাইন (৫)।
স্থানীয় বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান সরদার বলেন, দুপুরে ওই এলাকার চার শিশু পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের মধ্যে তিনজন পুকুরে ডুবে যায়। আরেক শিশু দৌড়ে বাড়ি ফিরে সবাইকে খবর দেয়। স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে শিশুদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন ঘটনার সত্যততা স্বীকার করে বলেন, দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।
ওসি আরও বলেন, পুকুরটি গভীর ও বাচ্চারা সাঁতার না জানার কারণে তাদের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
২ বছর আগে
মাশরুম চাষে সফল যশোরের ফয়সাল
২৬ বছরের যুবক ফয়সাল আহম্মেদ। বন্ধুর সঙ্গে আড্ডার ছলেই উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগে। আর এতেই স্বল্প পুঁজি নিয়ে মাশরুম চাষও শুরু করে দেন তিনি। ইউটিউবে চাষের পদ্ধতি ও পরিচর্যার ভিডিও দেখে শুরুতেই সফল হন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।
ফয়সাল আহম্মেদ যশোরের বাঘারপাড়ার দরাজহাট গ্রামের হাজী হায়দার আলীর ছেলে। তিনি ছাতিয়ানতলা দাখিল মাদরাসায় ইমামতি করেন।
ফয়সাল জানান, নিজের ব্যবহৃত মোবাইল ফোন ও পালন করা একটি ছাগল বিক্রি করে ৩০ হাজার টাকার পুঁজি নিয়ে গত বছরের ২০ ফেব্রুয়ারি বাড়ির আঙিনায় মাশরুম চাষ শুরু করেন। মাগুরার ড্রিম মাশরুম সেন্টার থেকে ৩০০ পিস স্পন (বীজ) এনে প্রথমে এক হাজার বেডে চাষ করেন। আর প্রথম চালানেই ২০ হাজার টাকা মতো লাভ হয় তার।
তিনি জানান, চাষের শুরু থেকেই ইউটিউব দেখেন তিনি। এর কয়েক মাস পরে মাগুরায় ড্রিম মাশরুম সেন্টার থেকে তিনদিনের প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষের পাশাপাশি বীজ উৎপাদনও শুরু করেন। আগ্রহ আর ইচ্ছা শক্তির বলে মাশরুম চাষের এক বছরের মধ্যেই সফলতা অর্জন করেন তিনি।
আরও পড়ুন: তরমুজ চাষে সফল হওয়ার প্রত্যাশা পাঁচ তরুণের
বর্তমানে দুটি ঘর করে দেড় হাজার বেডে মাশরুম চাষ করেছেন। এ থেকে তিনি দেড় হাজার থেকে দুই হাজার কেজির মতো মাশরুম উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়েছেন। একই সঙ্গে বসতঘরের একটি কক্ষে বীজ উৎপাদনের কাজ করছেন। ওয়েস্টার, প্রিয় টু ও ডাব্লিউ এস জাতের বীজ ব্যবহার করছেন তিনি। এতে সব মিলিয়ে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে তার।
২ বছর আগে
যশোরে কলেজছাত্র শিমুল হত্যায় গ্রেপ্তার ৫
যশোরের বাঘারপাড়ার কলেজছাত্র শিমুল হত্যায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ বছর আগে
যশোরে নির্বাচনী সহিংসতায় নিহত ১
যশোরের বাঘারপাড়া উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় এক যুবক নিহত হয়েছেন।
৩ বছর আগে
বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় প্রবাসী নিহত
যশোরের বাঘারপাড়ায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
৪ বছর আগে
যশোরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ
জেলার বাঘারপাড়ায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
৪ বছর আগে
যশোরে ‘তুচ্ছ’ ঘটনায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে যুবক খুন
যশোরের বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় রবিবার দুপুরে ‘তুচ্ছ’ ঘটনায় যুবলীগ নেতার ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে।
৪ বছর আগে
সেতুর অভাবে ভোগান্তিতে হাজারো মানুষ
যশোরের বাঘারপাড়ায় সেতু না থাকায় ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন পারাপার হচ্ছেন শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ। এতে বিভিন্ন সময়ে যেমন দুর্ঘটনা ঘটছে তেমনি প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
৪ বছর আগে