বঙ্গবাজার মার্কেট
ঈদের পর বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু হবে: মেয়র তাপস
আসন্ন ঈদুল ফিতরের পর পুড়ে যাওয়া বঙ্গবাজার মার্কেটের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৩ মার্চ) দুপুরে সেগুনবাগিচা কমিউনিটি সেন্টারে ২০নং ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, ‘বঙ্গবাজারে আগামী ঈদুল ফিতর পর্যন্ত এখনকার মতোই ব্যবসা পরিচালিত হবে। ঈদের পরপরই সেখানে নতুন মার্কেট নির্মাণ কাজ শুরু হবে।’
দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পাশে আছেন উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে বাংলাদেশকে আলিঙ্গন করে রেখেছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। শুধু অবকাঠামো উন্নয়নই নয় সকল ক্ষেত্রেই সব শ্রেণি-পেশার মানুষের কী প্রয়োজন, কী চাহিদা তিনি সেগুলো বিবেচনা করেন।’
আরও পড়ুন: বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর
তিনি আরও বলেন, ‘যখন করোনা মহামারী ও যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের নাভিশ্বাস, তখন তিনি সারা বাংলাদেশে এক কোটি পরিবারকে টিসিবি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে তিনি ন্যায্যমূল্যে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে চলেছেন। এভাবেই সাধারণ মানুষের কষ্ট লাঘবে তিনি ব্যবস্থা নিয়ে চলেছেন এবং তা চলমান রেখেছেন।’
৯ মাস আগে
বঙ্গবাজার মার্কেট নিয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডে বর্তমান সরকারের দায়িত্বহীনতা এবং বিভিন্ন সংস্থার আগুন নেভাতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ব্যর্থতা প্রকাশ পেয়েছে।
বুধবার রাজধানীর মালিবাগ এলাকার একটি হোটেলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারী ১২-দলীয় জোটের এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েক হাজার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আর্তনাদ সারা দেশের মানুষকে আচ্ছন্ন করেছে।
আরও পড়ুন: যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কোনো দুর্বলতা নেই: ফখরুল
বিএনপি নেতা বলেন, ‘আমরা প্রায়ই বলি এই শাসন ব্যবস্থা দায়িত্বজ্ঞানহীন এবং তারা কোথাও তাদের দায়িত্ব পালন করতে পারে না। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, কিন্তু তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এবং হতাহত ও ক্ষয়ক্ষতি রোধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই।’
তিনি বলেন, সম্প্রতি পুরান ঢাকার সিদ্দিক বাজারসহ রাজধানীতে অনেক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাতে প্রায় দুই ডজন লোক মারা গেছে।
ফখরুল বলেন, ‘বঙ্গবাজারে আগুনে কেউ মারা যায়নি বলে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তবে তারা (দোকান মালিকরা) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণ, ঘটনার পেছনের কারণ চিহ্নিতকরণ এবং অগ্নিকাণ্ড রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনেক সরকারি সংস্থা ও দপ্তরের দায়িত্ব থাকলেও তারা এ ব্যাপারে কিছুই করতে ব্যর্থ হয়েছে।
দেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকারি সংস্থাগুলোও সঠিক তদন্ত প্রতিবেদন দিতে পারছে না বলেও দুঃখ প্রকাশ করেন বিএনপি নেতা।
এছাড়া কার্যকর প্রতিরোধ ব্যবস্থার অভাবে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন বলেও জানান বিএনপি নেতা।
মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবাজার শপিং কমপ্লেক্সে একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে এবং এটি আশেপাশের কয়েকটি বাজারে ছড়িয়ে পড়ে এবং প্রায় পাঁচ হাজার দোকান, প্রধানত তৈরি পোশাক এবং জুতার দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত: মির্জা ফখরুল
ফখরুল বলেন, বর্তমান সরকার জনগণের নিরাপত্তা ও তাদের দুর্ভোগ নিয়ে কম চিন্তা করে। কারণ, এর মূল উদ্দেশ্য যে কোনো উপায়ে ক্ষমতায় টিকে থাকা।
ফখরুল অভিযোগ করেন, সরকার সব নৈতিকতা ও নীতিকে বিসর্জন দিয়ে, সংবিধান লঙ্ঘন করে এবং জনগণের অধিকার ছিনিয়ে নিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।
তিনি বলেন, মঙ্গলবার কুমিল্লায় তাদের দলের একটি ইফতার কর্মসূচি ছিল যেখানে পুলিশ কোনো কারণ ছাড়াই হামলা চালিয়ে ২০-২৫ জন বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
এছাড়া বুধবার ময়মনসিংহ জেলা বিএনপির সভায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ‘ক্যাডাররা’ হামলা চালিয়ে বহু মানুষকে আহত করেছে।
তিনি বলেন, সম্প্রতি খুলনা ও নাটোরসহ দেশের আরও কয়েকটি এলাকায় একই ধরনের হামলা হয়েছে।
বিএনপি নেতা বলেন, ‘আমি বলতে চাই, বিবৃতি দিয়ে কোনো লাভ নেই। বর্তমান সরকারের বিরুদ্ধে এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আরও পড়ুন: কুমিল্লায় তারেক রহমানের ভিডিও কনফারেন্স থেকে বিএনপির ২০ নেতাকর্মী আটক
১ বছর আগে
বঙ্গবাজার মার্কেটে আগুন: আশপাশের সড়ক বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাজার সেখানে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী নেভানোর চেষ্টা করেছে।
ডিএমপি ট্রাফিক লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস বলেন যে আগুন নিয়ন্ত্রণের কাজ সহজ করতে সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। হাইকোর্ট-গুলিস্তান, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই এলাকায় যান চলাচলের এই নির্দেশনা বলবৎ থাকবে। সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট
বঙ্গবাজার মার্কেটে আগুন: নেভাতে গিয়ে অসুস্থ ৫
১ বছর আগে
বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে মঙ্গলবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেদনটি লিখার সময় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
আরও পড়ুন: ঢাকার কাপ্তান বাজারে আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৩
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
বঙ্গবাজার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আনতে নৌবাহিনীর একটি দলও যোগ দেয়।
আরও পড়ুন: বান্দরবানে আগুনে পুড়ল ৩০টি দোকান ও ১৫টি ঘর
১ বছর আগে