অসুস্থ ৫
কুষ্টিয়ায় ‘বিষাক্ত মদ’ পানে ৩ জনের মৃত্যু, অসুস্থ ৫
কুষ্টিয়া সদর উপজেলায় সোমবার ভোরে ‘বিষাক্ত মদ’ পান করে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।
নিহতরা হলেন-সদর উপজেলার মো. শাহীন (৪৭) ও মো. রতন (২১) এবং ভেড়ামারা উপজেলার সিফাত উল্লাহ (২৭)।
আরও পড়ুন: বগুড়ায় ‘বিষাক্ত মদ পানে’ ৬ জনের মৃত্যু
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, রবিবার রাতে বিষাক্ত মদ পান করে আটজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে আজ ভোরে তিনজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, তবে এখনো কোনো অভিযোগ হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: ভারতে বিষাক্ত মদ পানে ২৮ জনের মৃত্যু, ৬০ জন অসুস্থ
বগুড়ায় মদ পানে ব্যবসায়ীর মৃত্যু
১ বছর আগে
বঙ্গবাজার মার্কেটে আগুন: নেভাতে গিয়ে অসুস্থ ৫
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত পাঁচজন।
এদের মধ্যে দিদারুল ইসলাম নামে এক দমকলকর্মী বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুরের রুবেল (২৮), ফেনীর নিলয় (২২), চাঁদপুরের রিপন (৩৬) ও মুন্সিগঞ্জের শাহীন (৩৮) নামে চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ৪৮টি ইউনিট কাজ করছে।
১ বছর আগে